
প্লে অফে যাওয়ার দৌড়ে টিকে থাকতে গেলে জয় ছাড়া বিকল্প ছিল না কেকেআর-এর। দিল্লি ক্যাপিটালসকে দিল্লির মাঠে ১৪ রানে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। তবে দিল্লিকে হারালেও, প্লে অফে যাওয়ার রাস্তা এখনও কঠিন নাইটদের। গোটা ম্যাচে অসাধারণ পারফর্ম করেন সুনীল নারিন। তবে সব কৃতিত্বই দিলেন সতীর্থদের।
১০ ম্যাচে এটি কলকাতার চতুর্থ জয়। একটি পরিত্যক্ত ম্যাচসহ ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে এখন রাহানের দল। প্লে অফের স্বপ্ন সফল করতে হলে বাকি সব ম্যাচই জিততে হবে কেকেআর-কে। অন্যদিকে নজর রাখতে হবে বাকি দলগুলোর পারফরমেন্স-এর দিকেও।
চতুর্থ হার দেখা অক্ষর প্যাটেলের দিল্লি এই মুহূর্তে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে। মঙ্গলবারের ম্যাচে কলকাতা প্রথমে ব্যাট করে তোলে ২০৪ রান। দিল্লির সামনে লক্ষ্য ছিল ২০৫ রানের। ৯ উইকেটে ১৯০ রান তোলে তারা। কলকাতাকে জেতানোর নায়ক সুনীল নারিন। ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান আর বল হাতে ২৯ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া একটি ক্যাচ ও সরাসরি থ্রোয়ে কে এল রাহুলকে রান আউটও করেন। ম্যাচের সেরাও তিনি।
নারিন বলেন, 'এটা দলগত জয়। গোটা দলের প্রচেষ্টাতেই আমরা জিতেছি। মাঝের দিকের ওভারে অঙ্গকৃশ এবং রিঙ্কু ভালো খেলেছে। আমি নিজে যত বারই ব্যর্থ হই না কেন, ফিরে আসার চেষ্টা করি এবং দলকে সাহায্য করার চেষ্টা করি। সেটাই করেছি। কিছু কিছু ম্যাচে শুরুটা ভালো হলেও পরের দিকে সমস্যায় পড়তে হয়। আবার কিছু ম্যাচে শুরুটা খারাপ হলেও শেষটা ভালো হয়।'
অন্যদিকে, নাইটদের আর এক ক্যারিবিয়ান অল রাউন্ডার আন্দ্রে রাসেলের জন্মদিন ছিল কাল। দল তাকে জয় উপহার দেওয়ায় উচ্ছ্বসিত রাসেল। ম্যাচের পর তিনি বলেন, ‘‘দলের বৈঠকে সবাইকে বলেছিলাম, আমাকে জন্মদিনে একটা জয় উপহার দিতে। আইপিএল অসাধারণ টুর্নামেন্ট। সূচি অনুযায়ী ম্যাচটা আমার জন্মদিনের দিন পড়েছে। উপহার পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন