IPL 2025: গম্ভীর না থাকায় কি দলের এই হাল? দিল্লি ম্যাচের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হর্ষিত রানার

People's Reporter: হর্ষিত জানান, আমাদের কোচিং টিম কার্যত একই রয়েছে। অভিষেক নায়ার ভাইও ফিরেছে। কিন্তু গত বার যে একটা বাড়তি এনার্জি ছিল, সেটা মিস করছি।
হর্ষিত রানা
হর্ষিত রানাছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স দলের কাছে মরণ বাঁচন লড়াই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির কাছে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে নাইটরা।

গতবারের চ্যাম্পিয়নদের এমন পরিণতি দেখে অবাক সকলে। অনেকেই মেন্টর গৌতম গম্ভীরের না থাকাকেই এর জন্য দায়ী করছেন। নাইট পেসার হার্ষিত রানাও তেমনটাই ইঙ্গিত করলেন।

হর্ষিত জানান, "আমাদের কোচিং টিম কার্যত একই রয়েছে। অভিষেক নায়ার ভাইও ফিরেছে। কিন্তু গত বার যে একটা বাড়তি এনার্জি ছিল, সেটা মিস করছি। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত অনুভূতি। বাকিদের বিষয়ে বলতে পারব না। তবে চান্দু স্যর (চন্দ্রকান্ত পণ্ডিত), নায়ার ভাই, ব্র্যাভো রয়েছেন। পরিবেশও কার্যত আগের মতো রয়েছে।"

তিনি আরও বলেন, "অভিষেক স্যর খুবই ভালো। খুব বুদ্ধিমান। ক্রিকেটটা দারুণ বোঝেন। ভারতীয় ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে। সব সময় উন্নতির চেষ্টা করেন। আমাদের দলের ভারতীয় বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। থুতু ব্যবহার করতে পারায় রিভার্স সুইং করানো যাচ্ছে। তবু পারফরম্যান্সে খুব একটা খুশি নই। স্পিন বিভাগ নিয়ে আমার কোনও চিন্তা নেই।'

দিল্লি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

হর্ষিত রানা
IPL 2025: 'আমাদের ছেলে আপনার বিনোদনের বিষয় নয়' - অঙ্গদের ভিডিও ভাইরাল হতেই গর্জে উঠলেন বুমরাহ-পত্নী
হর্ষিত রানা
'কোনো দিন পদের অপব্যবহার করিনি' - ভোট ঘোষণার আগে আচমকা বাগান-সভাপতির পদ থেকে ইস্তফা টুটু বোসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in