

মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠেই ১২ রানে পরাস্ত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে মোট ৫ ম্যাচে ৪টি তে হারতে হল মুম্বইকে। ম্যাচ হেরে রীতিমতো হতাশ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
নিজের ঘরের মাঠে আরসিবি ভালো না খেললেও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিকে তাদের ঘরের মাঠে হারিয়েই চলেছে বেঙ্গালুরু। প্রথমে কলকাতা, তারপর চেন্নাই এবং গতকাল মুম্বই। আপাতত ৩টি অ্যাওয়ে ম্যাচেই অপরাজিত রয়েছেন কোহলিরা।
ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে হার্দিক বলেন, “এটা রানের উৎসব ছিল। উইকেট দারুণ ছিল। আবারও আমরা দুটি হিটে পিছিয়ে পড়লাম। বলার মতো তেমন কিছু নেই। উইকেট অনুযায়ী বোলারদের করার মতো কিছুই ছিল না। আমি ওদের দোষ দিতে চাই না। এটা কঠিন ট্র্যাক ছিল।”
মুম্বাই একাদশে রোহিত শর্মার অনুপস্থিতি এবং ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। চলতি মরসুমে তিন ম্যাচে যথাক্রমে ১৩, ৮ ও ০ রানে আউট হওয়ার পর লখনউর ম্যাচে খেলেননি তিনি। আরসিবির বিরুদ্ধে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে দলে ফেরেন, তবে ৯ বলে মাত্র ১৭ রানে থেমে যান।
রোহিত প্রসঙ্গে হার্দিক বলেন, “গত ম্যাচে রোহিত-কে না পাওয়ায় পরিবর্তন আনতে হয়। সে এমন একজন খেলোয়াড় যে ওপেন করতে পারে, আবার ডেথেও কার্যকর হতে পারে। তিলক অসাধারণ খেলেছে। মানুষ অনেক কিছু বলে, কিন্তু ওর আঙুলে ব্যথা ছিল, তাই কৌশলগতভাবে কোচ সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন কাউকে সুযোগ দেওয়া হোক।”
অন্যদিকে এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে মাঠে নামেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তিনি চার ওভারে ২৯ রান দিলেও কোনো উইকেট পাননি।
বুমরাহ সম্পর্কে হার্দিক বলেন, “তাকে পেয়ে আমরা গর্বিত। সে তার কাজ করেছে। দল হিসেবে আমরা সব খেলোয়াড়কে সমর্থন করি, আশা করছি খুব শীঘ্রই ফলাফল আমাদের দিকেই আসবে।”
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন