
ভারত-পাকিস্তান যুদ্ধ থামতেই আইপিএলের সূচি ঘোষণা করলো বিসিসিআই। আগামী ১৭ মে থেকে টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায় শুরু হবে। সেক্ষেত্রে ফাইনাল হবে ৩ জুন। যেটা হওয়ার কথা ছিল ২৫ মে। তবে ফাইনাল কোথায় হবে সেটা জানানো হয়নি এখনও।
নতুন সূচি অনুযায়ী ৬টি ভেন্যুতে বাকি ম্যাচগুলি হবে। মুম্বই, দিল্লি, জয়পুর, লখনউ, বেঙ্গালুরু এবং আহমেদাবাদে ম্যাচগুলি হবে। দ্বিতীয় দফায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর।
আগের সূচি অনুযায়ী, প্লে অফের কোয়ালিফায়ার ওয়ান, এলিমিনেটর ম্যাচ হায়দরাবাদে আর কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতায়। তবে সংশয় বাড়ছে ইডেনে আদৌ বোর্ড ম্যাচ দেবে কিনা। অনেকে মনে করছেন আহমেদাবাদে দেওয়া হতে পারে ফাইনাল ম্যাচ।
যদিও সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'এখনও তো আমরা বোর্ড থেকে কোনোকিছুই জানতে পারিনি। বোর্ড জানালে, অবশ্যই নিজেদের অবস্থান জানাবো। আগে থেকে কিছু বলতে চাই না। পরিস্থিতির দিকে নজর রাখব।'
এদিকে ইডেনের ক্লাব হাউসের বাইরে সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে সশস্ত্র বাহিনীর ছবির সঙ্গে জাতীয় পতাকার ছবি জুড়ে ব্যানার লাগানো হয়েছে। পাশে লেখা, 'শক্তি, সংহতি এবং কৃতজ্ঞতা। আমরা কৃতজ্ঞ। আমরা গর্বিত। আমাদের হিরোদের কুর্নিশ।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন