

আসন্ন আইপিএল-এ ইডেন ৯টি ম্যাচ পেয়েছে। তবে তার মাঝেও খারাপ খবর। ইডেনের বদলে ক্যাপ্টেন্স মিট হবে এবার মুম্বইতে। এমনটাই জানা যাচ্ছে।
নিয়ম অনুযায়ী আইপিএল জয়ী দলের হোম ভেন্যু পরবর্তী উদ্বোধনী ম্যাচ, কোয়ালিফায়ার ২ আর ফাইনাল আয়োজন করতে পারবে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। সেই অনুযায়ী তারা উদ্বোধনী ম্যাচ, কোয়ালিফায়ার ২ আর ফাইনাল পাচ্ছে। তবে এবার ক্যাপ্টেন্স মিট মুম্বইতে হবে।
সাধারণভাবে আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগেরদিন হয় ক্যাপ্টন্স মিট। উদ্বোধনী ম্যাচ যেখানে হয় সেখানেই আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সব আইপিএল দলের ক্যাপ্টেনরা থাকেন। ফেয়ার প্লে সই পর্ব থেকে ট্রফির সঙ্গে ছবি তোলা সবকিছু হয়।
গতবার চেন্নাই এবং তার আগেরবার আহমেদাবাদে হয়েছে ক্যাপ্টেন্স মিট। কিন্তু হঠাৎ ইডেন ছেড়ে মুম্বইতে কেনো? বিসিসিআই এমন নির্দেশ দিল কেনো? বাংলা থেকে আইপিএল গভর্নিং কাউন্সিলে আছেন অভিষেক ডালমিয়া। তিনি যদিও এই বিষয়ে নীরব।
সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'আমরা শুধুই আয়োজক। টুর্নামেন্ট তো বোর্ডের। বোর্ড কী সিদ্ধান্ত নিয়েছে আমাদের সঙ্গে আলোচনা করেনি। বিষয়টা কেকেআর কর্তৃপক্ষ দেখে।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন