আইপিএলে চলতি মরসুমে নিজেদের শেষ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের 'লাস্ট বয়' হলো মুম্বই। লখনউ সুপার জায়ান্টের কাছে হারের পাশাপাশি মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে জরিমানাও করা হলো। এমনকি একটি ম্যাচ থেকে ব্যান করা হয়েছে হার্দিককে।
শুক্রবার লখনউয়ের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের কাছে যদিও নিয়মরক্ষার ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচেও স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হলো হার্দিককে। চলতি মরসুমে তিনবার স্লো ওভার রেটের কারণে হার্দিককে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ম্যাচ থেকে ব্যান করা হয়েছে। কারণ আইপিএল-র নিয়ম অনুযায়ী তিনটি ম্যাচে স্লো ওভারের জন্য শাস্তি পেতে হয় সেই দলের অধিনায়ককে।
উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্ট। কে এল রাহুল, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনির ঝোড়ো ব্যাটিং-এ ২০ ওভার শেষে ২১৪ রান তোলে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে ১৯৬ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। ৩৮ বলে ৬৮ রান করেন রোহিত শর্মা। এছাড়া শেষের দিকে নমন ধীরের ২৮ বলে ৬২ রান দর্শকদের মন জয় করে নিয়েছে।
চলতি আইপিএল-এ দশম স্থানেই শেষ করলো মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে মাত্র ৪টি জিতে মুম্বইয়ের পয়েন্ট ৮। মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেও কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে লখনউ। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট রয়েছে কে এল রাহুলদের। আজ আরসিবি এবং চেন্নাই ম্যাচে যদি পয়েন্ট ভাগাভাগি হয় বৃষ্টির কারণে তাহলে চেন্নাই চতুর্থ দল হিসেবে প্লে-অফে চলে যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন