IPL 2024: সল্টের জায়গা পূরণ করতে পারবেন গুরবাজ? প্রশ্ন নাইট শিবিরে

People's Reporter: নাইট কোচ চন্দ্রকান্ত পন্ডিত বললেন, 'সল্টের অভাব আমরা টের পাব। তবে ওর বিকল্প রয়েছে। অনেকেই ওর পরিবর্ত হতে পারে'।
রহমানুল্লা গুরবাজ
রহমানুল্লা গুরবাজছবি - কেকেআরের ফেসবুক পেজ

ফিল সল্টের আর সুনীল নারিনের ওপেনিং জুটির উপর ভর করেই নাইটরা প্লে অফে পৌঁছয়। সেখানে সল্টের অনুপস্থিতি একটা চিন্তার কারণ তো হবেই। ফিল সল্টের জায়গায় খেলানোর জন্য ভাবা হচ্ছে আফগানিস্তানের উইকেটকিপার ওপেনার রহমানুল্লা গুরবাজ। এছাড়া শেরফান রাদারফোর্ড, কেএস ভরত থাকলেও তারা প্লে অফের আগে বিবেচনায় আসছে না।

সল্ট চলতি আইপিএলে নাইট জার্সিতে ১২টি ম্যাচে ৪৩৫ রান করেন। সর্বোচ্চ রান ৮৯*। গড় ৩৯.৫৫ এবং স্ট্রাইক রেট ১৮২.০১। চারটে হাফসেঞ্চুরি করেছেন তিনি। সেখানে গুরবাজ গতবার ১১টা ম্যাচ খেলে মোট ২২৭ রান করেন তিনি। সর্বোচ্চ রান ৮১। গড় ২০.৬৪ এবং স্ট্রাইক রেট ১৩৩.৫৩। খুব একটা খারাপ পারফরমেন্স না হলেও সল্ট যে মাপকাঠি তৈরী করেছেন সেখানে এই পারফরমেন্সকে ছাপিয়ে যেতে হবে গুরবাজকে।

গুরবাজের মা অসুস্থ হওয়ায় দেশে ফিরেছেন। খুব তাড়াতাড়ি ভারতে আসবেন বলেও তিনি জানিয়েছেন। নাইট কোচ চন্দ্রকান্ত পন্ডিত বললেন, 'সল্টের অভাব আমরা টের পাব। তবে ওর বিকল্প রয়েছে। অনেকেই ওর পরিবর্ত হতে পারে। আপাতত এগিয়ে রয়েছে রহমানউল্লাহ গুরবাজ। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।'

নাইটদের ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট। আগামী রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে নামবে কেকেআর। যদি কেকেআরের কাছে রাজস্থান সেই ম্যাচে হেরে যায় আর সানরাইজার্স হায়দরাবাদ পঞ্জাব কিংসকে হারিয়ে দেয় তাহলে কেকেআরের প্লে অফের প্রতিপক্ষ হবে হায়দরাবাদ। আর যদি রাজস্থান জিতে যায় তাহলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআর রাজস্থানই প্রথম প্লে অফে মুখোমুখি হবে। তবে কেকেআরের যেমন সল্ট নেই রাজস্থানেরও জস বাটলার নেই। ২০১৪ সালের পরে এবার ফের ট্রফি তুলতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স।

রহমানুল্লা গুরবাজ
IPL 2024: বিরাটদের প্লে-অফে কাঁটা বৃষ্টি! ভেস্তে যেতে পারে চেন্নাই-আরসিবি ম্যাচ
রহমানুল্লা গুরবাজ
T-20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সূচি প্রকাশ্যে, ভারত কার বিরুদ্ধে খেলবে দেখুন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in