Sunil Chhetri: সুনীলের শেষ ম্যাচের টিকিটের দাম ঘোষণা! দেখে নিন একনজরে

People's Reporter: ভিভিআইপি টিকিটের দাম হাজার টাকা রাখা হয়েছে। বাকি গ্যালারির টিকিটের মূল্য ১৫০, ২০০, ২৫০ এবং ৩৫০।
ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী
ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীফাইল ছবি সংগৃহীত

৬ জুন যুবভারতীতে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের ভারত বনাম কুয়েত ম্যাচের টিকিটের দাম নির্ধারিত করলো এআইএফএফ ও আইএফএ। ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর সেটিই শেষ ম্যাচ। যা নিয়ে উন্মাদনা তুঙ্গে। টিকিটের ন্যূনতম মূল্য ১০০ টাকা। সর্বোচ্চ দাম ১০০০ টাকা। ভিভিআইপি টিকিটের দাম হাজার টাকা রাখা হয়েছে। বাকি গ্যালারির টিকিটের মূল্য ১৫০, ২০০, ২৫০ এবং ৩৫০।

এ ওয়ান (রাইট)-র টিকিটের দাম ১০০ টাকা। এটাই সর্বনিম্ন। এ ওয়ান (লেফট), বি ওয়ান, বি থ্রি, ডি ওয়ান এবং ডি থ্রির টিকিটের দাম ১৫০ টাকা রাখা হয়েছে। বি টু, সি ওয়ান (রাইট), সি ওয়ান (লেফট), ডি টু, এ টু (রাইট)-র টিকিটের দাম ২০০ টাকা। এ টু (লেফট), সি থ্রি (রাইট), সি থ্রি (লেফট)-র টিকিটের দাম ২৫০ টাকা ধার্য করা হয়েছে। সি টু (রাইট) এবং সি টু (লেফট)-র টিকিটের মূল্য ৩৫০ টাকা।

কবে থেকে টিকিট পাওয়া যাবে সেটা যদিও এখনও জানা যায়নি। আর সাধারণ মানুষ টিকিট পাবে কিনা সেটাও নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। সুনীল ছেত্রীর এটাই ভারতের জার্সিতে শেষ ম্যাচ সেই বিষয়ে উন্মাদনা মাত্রা ছাড়িয়েছে ইতিমধ্যে।

সুনীল জানিয়েছেন ভারতের হয়ে তিনি আর খেলতে পারবেন না সেটা ভেবে খারাপ লাগছে তাঁর। তার কথায়, '২০ দিন ট্রেনিং করার পর আর আমাকে অনুশীলনে আসতে হবে না, এটা মেনে নিতে কষ্ট হবে। কারণ, আমার ভিতরের বাচ্চাটা কখনওই দেশের হয়ে খেলা বন্ধ করতে চায়নি। তাই অনেক কিছু হওয়ার পরেও দেশের হয়ে খেলার জন্য যেমন লড়াই চালিয়ে গিয়েছে সে ভবিষ্যতেও হয়তো লড়বে। কিন্তু এখন তো অনেক পরিণত হয়েছে। আশা করি, এ বার বুঝবে, এ বার সময় হয়ে গিয়েছে। অনেক হয়েছে, আর নয়'।

ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী
Sunil Chhetri: ভারতীয় ফুটবলে 'সুনীল' যুগের অবসান! যুবভারতীতে দেশের হয়ে শেষ ম্যাচ অধিনায়কের
ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী
EXCLUSIVE: সুনীলই কি সর্বকালের সেরা! পিপলস রিপোর্টারকে কী জানলেন শ্বশুর সুব্রত ভট্টাচাৰ্য?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in