IPL 2024: কলকাতা বনাম হায়দরাবাদ ফাইনালেও 'রেমাল' আতঙ্ক! ম্যাচ ভেস্তে গেলে কোন দলের লাভ?

People's Reporter: যদি রবিবার ম্যাচ না হয় তাহলে সোমবার ফাইনাল খেলবে কলকাতা ও হায়দরাবাদ। আর সোমবারও বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা পাবে কেকেআর।
ফাইনালে কেকেআর বনাম হায়দরাবাদ
ফাইনালে কেকেআর বনাম হায়দরাবাদছবি - আইপিএল-র ফেসবুক পেজ
Published on

রবিবার আইপিএল-র ফাইনাল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ। তবে ম্যাচ নিয়ে চিন্তায় রয়েছে ম্যানেজমেন্ট। কারণ ঘূর্ণিঝড় 'রেমাল'। রিজার্ভ ডে তেও ম্যাচ করানো না গেলে অ্যাডভান্টেজ পাবে কলকাতা।

চলতি মরসুম নিয়ে মোট চারবার আইপিএল-র ফাইনালে উঠেছে কলকাতা। যার মধ্যে ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে ট্রফি জিতেছিল কেকেআর। অন্যদিকে ২০১৬ সালের পর ফের ট্রফি জয়ের স্বপ্ন দেখছে হায়দরাবাদ। তবে ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। বঙ্গপোসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে চেন্নাইতেও।

চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। রবিবারই ম্যাচ করাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। আগামীকাল ওভার কমিয়ে হলেও ম্যাচ করতে প্রস্তুত ম্যানেজমেন্ট।

যদি রবিবার ম্যাচ না হয় তাহলে সোমবার ফাইনাল খেলবে কলকাতা ও হায়দরাবাদ। সেক্ষেত্রে একদম নতুন করেই ম্যাচ শুরু হবে। আর সোমবারও বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা পাবে কেকেআর। প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার সাথে সাথে পয়েন্ট টেবিলেও শীর্ষ স্থানে শেষ করেছিল কেকেআর। পয়েন্ট টেবিলের হিসেবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে কেকেআরকে।

উল্লেখ্য, টেলিভিশনের দর্শকরা স্টার স্পোর্টস-এ খেলা দেখতে পারবেন। এছাড়া মোবাইলে জিও সিনেমা অ্যাপে খেলা দেখা যাবে।

ফাইনালে কেকেআর বনাম হায়দরাবাদ
Indian Football Team: কুয়েত ম্যাচের জন্য ২৭ জনের দল ঘোষণা ভারতের, জায়গা পেলেন মহামেডানের ডেভিড
ফাইনালে কেকেআর বনাম হায়দরাবাদ
T-20 World Cup 2024: বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দেখুন একনজরে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in