T-20 World Cup 2024: বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দেখুন একনজরে

People's Reporter: পূর্ণ শক্তির দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে অস্ট্রেলিয়া। আসন্ন বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ম্যাট শর্টকে রিজার্ভে রাখা হয়েছে।
মিচেল মার্শ
মিচেল মার্শছবি - ক্রিকেট অস্ট্রেলিয়ার ফেসবুক পেজ
Published on

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে দু'জনকে। আসন্ন বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

বিশ্বকাপের জন্য পূর্ণ শক্তির দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে অস্ট্রেলিয়া। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ম্যাট শর্টকে রিজার্ভে রাখা হয়েছে।

রিজার্ভে রাখা দুই প্লেয়ারকে নিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, দুই খেলোয়াড়েরই যথেষ্ট দক্ষতা রয়েছে। প্রয়োজন পড়লে তাঁদেরকে মূল স্কোয়াডে নেওয়া হবে। ম্যাট দলে অল রাউন্ড পারফর্ম্যান্স দিতে পারবেন এবং জ্যাক ব্যাটিং-এ সাহায্য করতে পারেন। যদি তাঁরা সুযোগ নাও পায় তাহলেও যে অভিজ্ঞতা অর্জন করবেন সেটা কেরিয়ারের জন্য মূল্যবান হবে।

একনজরে অস্ট্রেলিয়ার টি-২০ স্কোয়াড -

মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যাশটন আগার, টিম ডেভিড, নাথান এলিস, জশ হেজলউড, ক্যামেরন গ্রিন। ট্রাভিস হেড, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

রিজার্ভ - জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ম্যাট শর্ট।

উল্লেখ্য, বিশ্বকাপে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২৮ মে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে নামিবিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ৩০ মে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।

মিচেল মার্শ
IPL 2024: ১২ বছর পর ট্রফির স্বপ্ন, ফাইনালে উঠে কী বললেন নাইট অধিনায়ক শ্রেয়স?
মিচেল মার্শ
T-20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সূচি প্রকাশ্যে, ভারত কার বিরুদ্ধে খেলবে দেখুন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in