
আইপিএল ২০২২-এ যুক্ত হয়েছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি। লখনউ এবং আমেদাবাদ। আমেদাবাদ এখনও তাদের নামই সামনে আননে। এদিকে নাম আগেই প্রকাশ করেছে লখনউ। এবার আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ প্রকাশ করলো লখনউ সুপার জায়ান্টসের লোগো।
হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণুর বাহন গরুড়। সেই পৌরাণিক পাখি গরুড়কে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে লখনউয়ের লোগো। দল যাতে মসৃণ পথে নতুন যাত্রায় এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা নিয়েই বানানো হয়েছে লোগোটি। লখনউয়ের পাশাপাশি গোটা দেশের সমর্থন পাওয়ার জন্য গরুড় পাখির দুটি ডানার রং করা হয়েছে তেরাঙা।
লখনউ ফ্র্যাঞ্চাইজির প্রকাশিত লোগোর গরুড় পাখির দেহের মূল অংশে রয়েছে নীল রংয়ের একটি ব্যাট। ক্রিকেটের দল বোঝাতেই এমনটা করা হয়েছে। ব্যাটের উপরিভাগে রয়েছে লাল রংয়ের একটি বল, যার সিমের রং আবার গেরুয়া। জয় তিলক ফুটিয়ে তুলতেই এমন ভাবনা বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাফল্যের লক্ষ্যে পজিটিভ এনার্জি তুলে ধরতেই এমন লোগো তৈরি করা হয়েছে।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলাম। তার আগেই তিন ক্রিকেটারকে দলে নিয়েছে লখনউ। অধিনায়ক হিসেবে লখনউকে নেতৃত্ব দেবেন ভারতীয় তারকা লোকেশ রাহুল। এছাড়াও অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং ভারতের রবি বিষ্ণোইকে দলে রেখেছে তারা। কোচ হিসেবে থাকছেন অ্যান্ডি ফ্লাওয়ার এবং লখনউয়ের মেন্টর কলকাতা নাইট রাইডার্সকে দুবারের আইপিএল খেতাব জেতানো গৌতম গম্ভীর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন