IPL: প্রকাশিত লখনউ ফ্র্যাঞ্চাইজির নাম, দেখে নিন কোন নামে খেলবে আইপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজি

লখনউ দলের নাম ঠিক করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে আবেদন জানিয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটি। ৩ জানুয়ারি থেকে সেই আবেদনে সাড়া দিয়ে অসংখ্য নাম পাঠিয়েছেন ভক্তরা।
প্রকাশিত লখনউ ফ্র্যাঞ্চাইজির নাম
প্রকাশিত লখনউ ফ্র্যাঞ্চাইজির নামফাইল চিত্র
Published on

আইপিএল ২০২২-এ সংযুক্ত হয়েছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ এবং আমেদাবাদ। আসন্ন মেগা নিলামের আগে ইতিমধ্যেই দুই দল তাদের অধিনায়ক বেছে নিয়েছে। লখনউ ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল এবং আমেদাবাদের হার্দিক পান্ডিয়া। এবার লখনউ দলের নামও ঘোষণা করলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

লখনউ দলের নাম ঠিক করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে আবেদন জানিয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটি। ৩ জানুয়ারি থেকে সেই আবেদনে সাড়া দিয়ে অসংখ্য নাম পাঠিয়েছেন ভক্তরা। সমস্ত নামের মধ্য থেকে যে নামটি বেছে নেওয়া হয়েছে তা হলো লখনউ সুপার জায়ান্টস। অর্থাৎ লখনউ ফ্র্যাঞ্চাইজি টিমের নাম, 'লখনউ সুপার জায়ান্টস'।

ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, "লক্ষ লক্ষ নাম আমাদের কাছে এসেছে। তার মধ্যে থেকে আমরা লখনউ সুপার জায়ান্টস নামটি বেছে নিয়েছি।"

২০২২-আইপিএলের আগে অনুষ্ঠিত হতে চলেছে মেগা নিলাম। প্রথম মরশুমেই ভালো দল সাজিয়ে শিরোপা জিততে মরিয়া লখনউ দল। ইতিমধ্যেই তারা অধিনায়কত্বের দায় ভার তুলে দিয়েছেন ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুলকে। ১৭ কোটি টাকা খরচ করে রাহুলকে দলে নিয়েছে। এছাড়াও অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং ভারতীয় বোলার রবি বিষ্নোইকে দলে নিয়েছে সুপার জায়ান্টসরা। লখনউ দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন জিম্বাবোয়ের কিংবদন্তী ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন বিজয় দাহিয়া। মেন্টর হিসেবে থাকছেন কেকেআরের হয়ে জোড়া আইপিএল খেতাব জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in