পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুছবি - পি ভি সিন্ধুর ট্যুইটার

Indonesia Open: জয় দিয়ে ইন্দোনেশিয়া ওপেন শুরু সিন্ধুর, ফের হার লক্ষ্যের

People's Reporter: প্রথম রাউন্ডে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জাপানের নোজোমি ওকুহারাকে তিন সেটের লড়াইয়ে ২২-২০, ২১-২৩, ২১-১৫ ব্যবধানে পরাজিত করেন সিন্ধু।
Published on

সিঙ্গাপুর ওপেনে ব্যর্থতা ভুলে জয় দিয়ে ইন্দোনেশিয়া ওপেন অভিযান শুরু করলেন দু'বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। জাপানি প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সিন্ধু। অন্যদিকে, চীনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন লক্ষ্য সেন।

প্রথম রাউন্ডে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জাপানের নোজোমি ওকুহারাকে তিন সেটের লড়াইয়ে ২২-২০, ২১-২৩, ২১-১৫ ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সিন্ধু। দুজনের মধ্যে ১ ঘণ্টা ১৯ মিনিট ধরে লড়াই চলে।

সিন্ধু প্রথম সেটে এক গেম পয়েন্ট বাঁচিয়ে জয় পান সিন্ধু। দ্বিতীয় সেটে কয়েকটি অপ্রত্যাশিত ভুলের কারণে পিছিয়ে পড়লেও শেষ সেটে ছন্দ খুঁজে পেয়ে ম্যাচ নিশ্চিত করেন সিন্ধু।

ম্যাচ শেষে সিন্ধু ওকুহারার সঙ্গে ১৪ বছরের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার স্মৃতি স্মরণ করেন। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, "১৪ বছর। ২০টি ম্যাচ। আমরা জয়, পরাজয় ও প্রতিদ্বন্দ্বিতা ভাগ করে নিয়েছি যা কেবল আমরাই বুঝি। তোমাকে ছাড়া কোর্ট কখনও আগের মতো থাকে না।"

অন্যদিকে, ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেনকে দিনের শুরুতেই বিদায় নিতে হয়েছে। পুরুষদের সিঙ্গেলসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী চীনের শি ইউ কির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ১১-২১, ২২-২০, ১৫-২১ ব্যবধানে হেরে যান তিনি। ম্যাচটি ১ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী হয়।

পিঠের চোট সারিয়ে ইন্দোনেশিয়া ওপেনে নেমেছিলেন লক্ষ্য। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে দারুণ প্রত্যাবর্তন করেন তিনি। কিন্তু তৃতীয় সেটে ছন্দ ধরে রাখতে পারেননি।

পি ভি সিন্ধু
IPL 2025: কোহলির জন্য শিরোপা জিততে চান অধিনায়ক রজত! ১৮ বছরের ট্রফি-খরা কাটানোর লক্ষ্যে আরসিবি
পি ভি সিন্ধু
IPL 2025: ভারতীয় সেনাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান আইপিএল ফাইনালে! কারা থাকছেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in