Indian Super League 2022: ১০ অক্টোবর প্রথম ম্যাচ ATK-র, দেখুন মেরিনার্সদের পূর্ণাঙ্গ সূচী ও স্কোয়াড

৭ অক্টোবর পর্দা উঠছে ISL ২০২২-২৩ মরশুমের। ১০ অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। মেরিনার্সদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচ।
প্র্যাকটিসে এটিকে মোহনবাগান
প্র্যাকটিসে এটিকে মোহনবাগানছবি সৌজন্যে এটিকে মোহনবাগান টুইটার হ্যান্ডেল
Published on

৭ অক্টোবর পর্দা উঠছে ইন্ডিয়ান সুপার লীগ (ISL) ২০২২-২৩ মরশুমের। ১০ অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। মেরিনার্সদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

আইএসএলের সূচী ঘোষণার পর থেকেই বাঙালি ফুটবল প্রেমীরা দিন গুনছে ডার্বির। আইএসএলের প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম ডার্বি আয়োজিত হবে ২৯ অক্টোবর শনিবার। দ্বিতীয় ডার্বি আয়োজিত হবে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি। দুটি ডার্বিই অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে।

একজনের দেখে নেওয়া যাক ২০২২-২৩ সংস্করণে এটিকে মোহনবাগানের গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচী:

১০ অক্টোবর ২০২২: এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি

১৬ অক্টোবর ২০২২: কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান

২৯ অক্টোবর ২০২২: এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল

৬ নভেম্বর ২০২২: মুম্বই সিটি বনাম এটিকে মোহনবাগান

১০ নভেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট

২০ নভেম্বর ২০২২: এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান

২৬ নভেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ

৩ ডিসেম্বর ২০২২: ব্যাঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহনবাগান

৮ ডিসেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি

১৫ ডিসেম্বর ২০২২: ওড়িশা এফসি বনাম এটিকে মোহনবাগান

২৪ ডিসেম্বর ২০২২: নর্থইস্ট ইউনাইটেড বনাম এটিকে মোহনবাগান

২৮ ডিসেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া

১৪ জানুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি

২১ জানুয়ারি ২০২৩: চেন্নাইয়ান এফসি বনাম এটিকে মোহনবাগান

২৮ জানুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি

৫ ফেব্রুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু

৯ ফেব্রুয়ারি ২০২৩: জামেশদপুর এফসি বনাম এটিকে মোহনবাগান

১৪ ফেব্রুয়ারি ২০২৩: হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান

১৮ ফেব্রুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স

২৫ ফেব্রুয়ারি ২০২৩: ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান মোহনবাগান

এটিকে মোহনবাগানের পূর্ণ স্কোয়াড

 গোলরক্ষক: আর্শ আনোয়ার শেখ, দেবনাথ মন্ডল, বিশাল কাইথ।

 ডিফেন্ডার: আশুতোষ মেহতা, আশিস রাই, ব্রেন্ডন হ্যামিল, গুরসিমরত সিং গিল, তিরি, ফ্লোরেনটিন পোগবা, প্রীতম কোটাল, রবি রানা, শুভাশীষ বোস, সুমিত রাঠি, দীপক টাংরি।

 মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, কার্ল ম্যাকহিউ, ইঙ্গসন নিঙ্গোম্বাম, জনি কাউকো, লালরিনলিয়ানা হানামতে, লেনি রদ্রিগেস, আশিক কুরুনিয়ান, প্রণয় হালদার।

 ফরোয়ার্ড: দিমিত্রিওস পেট্রাটোস, হুগো বোমাস, কিয়ান গিরি, লিস্টন কোলাসো, মনভীর সিং।

প্র্যাকটিসে এটিকে মোহনবাগান
Indian Super League 2022: সেরা ফুটবলারদের মধ্যে বাংলার এই দু'জন অন্যতম, দেখে নিন তাঁদের নাম
প্র্যাকটিসে এটিকে মোহনবাগান
Sunil Chhetri: 'ক্যাপ্টেন ফ্যান্টাসটিক' - সুনীল ছেত্রীকে বিশেষ সম্মান ফিফার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in