Sunil Chhetri: 'ক্যাপ্টেন ফ্যান্টাসটিক' - সুনীল ছেত্রীকে বিশেষ সম্মান ফিফার

ভারতের 'ক্যাপ্টেন ফ্যান্টাসটিক'-এর গল্প জানা যাবে ফিফা প্লাসে। 'ফিফা ওয়ার্ল্ড কাপ'-এর তরফ থেকে ট্যুইটে এই বিশেষ খবরটি জানানো হয়েছে। ভারতীয়দের কাছে নিঃসন্দেহে এ এক গর্বের বিষয়।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসি এবং সুনীল ছেত্রী
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসি এবং সুনীল ছেত্রীছবি - ফিফা ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

মেসি-রোনাল্ডো সম্পর্কে সম্পূর্ণ বিশ্ব জানে। এবার আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার সুনীল ছেত্রীকে নিয়ে জানার জন্য খুলে গেল নতুন দরজা। ভারতের 'ক্যাপ্টেন ফ্যান্টাসটিক'-এর গল্প জানা যাবে ফিফা প্লাসে। 'ফিফা ওয়ার্ল্ড কাপ'-এর তরফ থেকে ট্যুইটে এই বিশেষ খবরটি জানানো হয়েছে। ভারতীয়দের কাছে নিঃসন্দেহে এ এক গর্বের বিষয়।

এই সিরিজের প্রথম এপিসোড আমাদের ফিরিয়ে নিয়ে যাবে সুনীল ছেত্রীর কেরিয়ারের একদম শুরুতে। কৈশর জীবন থেকে শুরু করে ভবিষ্যতের স্ত্রীর সাথে দীর্ঘ রোম্যান্স। সবকিছুই দেখা যাবে এই পর্বে। এরপর তাঁর অধিনায়ক হয়ে ওঠার গল্প। ঘনিষ্ঠ সহযোগী, প্রিয়জন, এবং ফুটবল সহকর্মীরা সুনীলের জীবনের গল্পটি বলতে সহায়তা করেছে। জানা যাবে তাঁর একরাশ স্বপ্ন চোখে নিয়ে ক্যাপ্টেন, লিডার, কিংবদন্তী হয়ে ওঠার গল্প।

২০০১–০২ মরশুমে , ভারতীয় ফুটবল ক্লাব সিটির যুব পর্যায়ে খেলার মাধ্যমে সুনীল ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি পেশাদারী ফুটবল জগতে পা রাখেন। ২০০২–০৩ মরশুমে, ভারতীয় ক্লাব মোহনবাগানের হয়ে খেলার মাধ্যমে তিনি তাঁর সিনিয়র পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু হয়। এরপর যোগ দেন জেসিটিতে। সেখানে তিন মরশুম খেলার পর চুক্তি স্বাক্ষর করেন ইস্টবেঙ্গলের সাথে। তিনি ডেম্পো, ক্যানসাস সিটি, ইউনাইটেড, মোহনবাগান, স্পোর্টিং সিপি বি, চার্চিল ব্রাদার্স, ব্যাঙ্গালুরু এবং মুম্বই সিটির হয়ে খেলেছেন। ২০১৬–১৭ মৌসুমে, তিনি মুম্বই সিটি হতে ভারতীয় ক্লাব ব্যাঙ্গালুরুতে যোগদান করেন।

২০০৩ সালে, সুনীল অনূর্ধ্ব-২০ দলের হয়ে ভারতের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেন। ভারতের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৫ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক ঘটান। ভারতের জার্সি গায়ে তিনি এখনও পর্যন্ত ৮৪ টি গোল করেছেন। সক্রিয় ফুটবলারদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ, এবং সর্বকালের মধ্যে পঞ্চম সর্বোচ্চ গোলস্কোরার তিনি।

সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ১১৭ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসি। মেসির গোলসংখ্যা ৯০ টি। তৃতীয় স্থানে ভারতের সুনীল। সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরারদের মধ্যে পঞ্চম স্থানে হাঙ্গেরীর ফেরেঙ্ক পুসকাসের সঙ্গে রয়েছেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in