

ভারতে যে কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার আসবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। তিনি এই মুহূর্তে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান দায়িত্বে আছেন। AIFF ও FIFA যৌথ উদ্যোগে ভুবনেশ্বরে শুরু হতে চলেছে ফুটবল অ্যাকাডেমি। ভারতে এসেই ভারতীয় ফুটবল নিয়ে বিরাট মন্তব্য করলেন ওয়েঙ্গার।
ভারতে পৌঁছনোর পর দিল্লীর ফুটবল হাউসে আর্সেন ওয়েঙ্গারকে উষ্ণ অভ্যর্থনা জানান AIFF সভাপতি কল্যাণ চৌবে ও সচিব সত্য নারায়ণ। প্রথম বার ভারতে এসেছেন আর্সেন ওয়েঙ্গার।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'ভারতীয় ফুটবল বরাবরই আমাকে টানে। আমার লক্ষ্য সারা বিশ্বেই ফুটবলে উন্নতি। ভারতের মতো একশো চল্লিশ কোটির দেশ বিশ্ব ফুটবলের মানচিত্রে না থাকাটা অসম্ভব। এ দেশে প্রতিভার অভাব নেই। সে কারণেই আমি আশাবাদী। ভারতীয় ফুটবল নিয়ে কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে দারুণ ব্যাপার। আমি এবং আমার টিম মুখিয়ে রয়েছি। খুব অল্প সময়েই ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব বলে মনে করি।’
তিনি আরও বলেন, 'ভারতীয় ফুটবল সোনার খনি। প্রয়োজন সেই প্রতিভাকে তুলে ধরা। আমরা যদি পরিশ্রম করতে পারি, ভারতীয় ফুটবলের উন্নতি নিশ্চিত ভাবেই সম্ভব'। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, 'ওয়েঙ্গারের মতো ব্যক্তিত্বকে কাছে পেয়ে আমরা সম্মানিত এবং গর্বিত। ফুটবল নিয়ে তাঁর অভিজ্ঞতা ব্যাখ্যা করার ভাষা নেই। আমি শুধু এটুকুই প্রার্থনা করবো, ভারতে প্রতিভা খোঁজার বিষয়ে দীর্ঘমেয়াদী সহযোগিতা পাবো'।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন