'ভারতীয় ফুটবল সোনার খনি, শুধু আবিষ্কারের অপেক্ষা' - মন্তব্য কিংবদন্তি কোচ ওয়েঙ্গারের

People's Reporter: ওয়েঙ্গার বলেন, ভারতের মতো একশো চল্লিশ কোটির দেশ বিশ্ব ফুটবলের মানচিত্রে না থাকাটা অসম্ভব। এ দেশে প্রতিভার অভাব নেই। সে কারণেই আমি আশাবাদী।
আর্সেন ওয়েঙ্গার এবং কল্যাণ চৌবে
আর্সেন ওয়েঙ্গার এবং কল্যাণ চৌবেছবি - সংগৃহীত

ভারতে যে কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার আসবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। তিনি এই মুহূর্তে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান দায়িত্বে আছেন। AIFF ও FIFA যৌথ উদ‍্যোগে ভুবনেশ্বরে শুরু হতে চলেছে ফুটবল অ‍্যাকাডেমি। ভারতে এসেই ভারতীয় ফুটবল নিয়ে বিরাট মন্তব্য করলেন ওয়েঙ্গার।

ভারতে পৌঁছনোর পর দিল্লীর ফুটবল হাউসে আর্সেন ওয়েঙ্গারকে উষ্ণ অভ‍্যর্থনা জানান AIFF সভাপতি কল‍্যাণ চৌবে ও সচিব সত‍্য নারায়ণ। প্রথম বার ভারতে এসেছেন আর্সেন ওয়েঙ্গার।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'ভারতীয় ফুটবল বরাবরই আমাকে টানে। আমার লক্ষ্য সারা বিশ্বেই ফুটবলে উন্নতি। ভারতের মতো একশো চল্লিশ কোটির দেশ বিশ্ব ফুটবলের মানচিত্রে না থাকাটা অসম্ভব। এ দেশে প্রতিভার অভাব নেই। সে কারণেই আমি আশাবাদী। ভারতীয় ফুটবল নিয়ে কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে দারুণ ব্যাপার। আমি এবং আমার টিম মুখিয়ে রয়েছি। খুব অল্প সময়েই ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব বলে মনে করি।’

তিনি আরও বলেন, 'ভারতীয় ফুটবল সোনার খনি। প্রয়োজন সেই প্রতিভাকে তুলে ধরা। আমরা যদি পরিশ্রম করতে পারি, ভারতীয় ফুটবলের উন্নতি নিশ্চিত ভাবেই সম্ভব'। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, 'ওয়েঙ্গারের মতো ব্যক্তিত্বকে কাছে পেয়ে আমরা সম্মানিত এবং গর্বিত। ফুটবল নিয়ে তাঁর অভিজ্ঞতা ব্যাখ্যা করার ভাষা নেই। আমি শুধু এটুকুই প্রার্থনা করবো, ভারতে প্রতিভা খোঁজার বিষয়ে দীর্ঘমেয়াদী সহযোগিতা পাবো'।

আর্সেন ওয়েঙ্গার এবং কল্যাণ চৌবে
Kanyashree Cup: বুধবার থেকে শুরু কন্যাশ্রী কাপ, এবারেও নেই মোহনবাগান
আর্সেন ওয়েঙ্গার এবং কল্যাণ চৌবে
Cricket World Cup 2023: বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে ছবি! অজি অলরাউন্ডারের কাজে নিন্দার ঝড়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in