Igor Štimac: 'আমি খুশি নই' - ভালো খেলেও আফগানিস্তানকে হারাতে না পেরে হতাশ স্টিমাচ

People's Reporter: ছেলেদের খেলা নিয়ে তিনি জানান, ম্যাচটা আকর্ষণীয় হয়েছে ঠিকই। কিন্তু ম্যাচের ফলাফলে আমি হতাশ। তিন-চারটে ভালো ভালো সুযোগ তৈরি করেছিলাম আমরা।
ইগর স্টিমাচ
ইগর স্টিমাচছবি - সংগৃহীত
Published on

ফিফা ক্রমতালিকায় ১১৭ নম্বরে থাকা ভারত বিশ্বের ১৫৮ নম্বরের থাকা আফগানিস্তানকে হারাতে পারেনি। বিশ্বকাপ কোয়ালিফায়িং ম্যাচে ভালো খেলেও জিততে পারেননি সুনীলরা। যা নিয়ে কার্যত হতাশা প্রকাশ করেছেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচ।

দাপুটে ফুটবল খেলার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি স্টিমাচের ছেলেরা। ম্যাচের শেষ দিকে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও তা হাতছাড়া করে ভারত। কর্নার থেকে হেড করে গোল করার সুবর্ণ সুযোগও হাতছাড়া করেন ভারতীয় দলের একমাত্র বঙ্গতারকা শুভাশিষ বোস।

ছেলেদের খেলা নিয়ে তিনি জানান, "ম্যাচটা আকর্ষণীয় হয়েছে ঠিকই। কিন্তু ম্যাচের ফলাফলে আমি হতাশ। তিন-চারটে ভালো ভালো সুযোগ তৈরি করেছিলাম আমরা। কিন্তু সেগুলো থেকে গোল করতে পারলাম না। এটাই আমাদের সমস্যা। যা নিয়ে গত কয়েক বছর ধরে ভুগছি। যে সুযোগগুলো আমরা পেয়েছিলাম, তাতে জয়ের একেবারে কাছাকাছি ছিলাম। আক্রমণে আমাদের যত খেলোয়াড় রয়েছে, তাদের সবাইকেই খেলিয়েছি। কিন্তু কেউই কার্যকরী হয়ে উঠতে পারেনি। কয়েকটা বিষয়ে এখনও আমাদের উন্নতি করতে হবে। আক্রমণে কতগুলো সহজ জিনিসকে কঠিন করে তুললাম আমরা। সে জন্য আমি খুশি নই"।

তবে দলের ডিফেন্ডারদের পারফরম্যান্সে খুশি ভারতীয় কোচ। তিনি বলেন, "আমাদের ডিফেন্ডাররা খুবই ভালো খেলেছে। ওরা প্রতিপক্ষকে একটুও জমি ছাড়েনি। কিন্তু পাসিংয়ে, সুযোগ তৈরিতে ও দুই প্রান্ত থেকে আসা ক্রসে আক্রমণে আমাদের আরও উন্নতি করতে হবে।"

ইগর স্টিমাচ
IPL 2024: কেকেআর দর্শকদের জন্য সুখবর, কলকাতার প্রথম ম্যাচে গ্যালারিতে থাকবেন শাহরুখ
ইগর স্টিমাচ
IPL 2024: প্রথম ম্যাচ হেরেও চেন্নাইয়ের বিরুদ্ধে রেকর্ড 'কিং' কোহলির!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in