IPL 2024: প্রথম ম্যাচ হেরেও চেন্নাইয়ের বিরুদ্ধে রেকর্ড 'কিং' কোহলির!

People's Reporter: চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ ম্যাচে ১০০৬ রান করলেন 'কিং' কোহলি। শুক্রবার উদ্বোধনী ম্যাচে একাধিক রেকর্ডের সামনে ছিলেন কোহলি।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - আইপিএল-র ফেসবুক পেজ

আইপিএল-র উদ্বোধনী ম্যাচে হারলেও চেন্নাইয়ের বিরুদ্ধে রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ধোনির দলের বিরুদ্ধে ১০০০ রান পূরণ করলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক।

চেন্নাইয়ের বিরুদ্ধে মোট ৩২ ম্যাচে ১০০৬ রান করলেন 'কিং' কোহলি। শুক্রবার উদ্বোধনী ম্যাচে একাধিক রেকর্ডের সামনে ছিলেন কোহলি। হাজার রান পূরণ করার পাশাপাশি টি-২০-র সমস্ত ফর্ম্যাটে ১২ হাজার রানও করে ফেললেন এই তারকা ব্যাটার। ১২ হাজার রানের জন্য দরকার ছিল মাত্র ৬ রান। কোহলি এদিন ২০ বলে ২১ রান করে আউট হয়ে যান।

তবে কোহলির এই কীর্তি নতুন নয়, এর আগে দিল্লির বিরুদ্ধে ১০৩০ রান করেছেন। সিএসকে-র বিরুদ্ধে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১০০০ রানের গণ্ডি টপকেছেন তিনি। তাঁর আগে আছেন শিখর ধাওয়ান। তিনি করেছেন ১০৫৭। ১০০০ রানে গণ্ডি টপকেছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার (১১০৫ বনাম পাঞ্জাব এবং ১০৭৫ বনাম কেকেআর), রোহিত শর্মা (১০৪০ বনাম কেকেআর)।

ম্যাচ শেষে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলেন, পিচ খারাপ ছিল তা বলবো না। তবে আমরা ১০-১৫ রান কম করেছি। সেটা আমাদের ব্যর্থতা। চেন্নাইয়ের স্পিনাররা ভালো বল করেছে। আমাদের ব্যাটারদের আটকে রাখতে তারা সক্ষম।

তিনি আরও জানান, আমরা প্রথম ১০ ওভার ভালো শুরু করেছিলাম। তবে আমাদের মনে রাখতে হবে চেন্নাইয়ের মিডল ওর্ডার খুবই শক্তিশালি। কিন্তু ম্যাচে হার জিত থাকে সেটা মাথায় রাখতে হবে আমাদের।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ব্যাট করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ১৭৩ রান করে ব্যাঙ্গালোর। রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারেই ১৭৬ রান তুলে ম্যাচ জেতে সিএসকে।

বিরাট কোহলি
FIFA World Cup Qualifier: বিশ্বকাপ বাছাই পর্বে গোল শূন্য ড্র! সৌদির মাটিতে আফগান বধ হলো না ভারতের
বিরাট কোহলি
East Bengal: আইএসএল-এ রেফারির মান নিয়ে করা মন্তব্যে ক্ষমা চাইলেন কুয়াদ্রাত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in