

শনিবার ইডেনে ২০২৪ আইপিএল-র নিজেদের প্রথম ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে মাঠে হাজির থাকবেন কেকেআর-র অন্যতম কর্ণধার শাহরুখ খান। নাইট ম্যানেজমেন্ট সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
সাধারণভাবে ইডেনে প্রথম ম্যাচে কিং খান হাজির থাকেনই প্রতি আইপিএল-এ। এবারও তেমন ছবি দেখা যাবে। অর্থাৎ দর্শকরা প্রিয় দলের খেলা দেখার পাশাপাশি বলিউড 'বাদশা'কেও দেখতে পারবেন।
সাধারণভাবে কেকেআর-এর ম্যাচে কয়েক ওভার হয়ে গেলে মাঠে আসেন শাহরুখ। স্পেশাল চ্যাটার্ড ফ্লাইটে আসবেন বলিউড বাদশাহ। ২০০৮ সালে কলকাতা দল কেনার পরে থেকে তিনি শহরের আবেগ।
২০১১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে গৌতম গম্ভীরকে অধিনায়ক করে আনেন শাহরুখ। গম্ভীরের ক্যাপ্টেন্সিতেই নাইটরা ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়। তারপর থেকে আর ট্রফি আসেনি নাইট শিবিরে। ট্রফি পেতে শাহরুখের হস্তক্ষেপেই গম্ভীরকে ফের ফিরিয়ে এনেছে নাইট শিবির। তবে মেন্টর হিসেবে।
শাহরুখ বলেছিলেন, "গৌতম সবসময় আমাদের পরিবারের অংশ ছিল। নয়া মেন্টর অবতারে আমাদের ক্যাপ্টেন ঘরে ফিরে আসছে। ওকে খুব মিস করতাম।"
অন্যদিকে ম্যাচের আগে কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার জানান, আমি শুধুই ম্যাচ নিয়ে ভাবছি। মিচেল স্টার্ক দলে আসার ফলে অ্যাডভান্টেজ রয়েছে। ম্যাচের পাওয়ার প্লে, মাঝে এবং শেষে যেখানে খুশি সে বল করতে পারবে। বিশ্বকাপ জিতেছে। ড্রেসিংরুমে ওর অভিজ্ঞতা কাজে লাগবে। রিঙ্কুর থেকেও প্রত্যাশা থাকবে। গত মরশুম থেকে ভালো খেলছে ও।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন