Border Gavaskar Trophy: ৪ বছর আগে গোলাপি বলেই ৩৬ রানে অল-আউট! অতীত ভুলে সেই অ্যাডিলেডেই নামছে ভারত

People's Reporter: ২০২০ সালে অ্যাডিলেডেই ৩৬ রান অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। প্রথম ইনিংসে ২৪৪ রান করেছিল ভারত।
অনুশীলনে ভারতীয় ক্রিকেটাররা
অনুশীলনে ভারতীয় ক্রিকেটাররাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

বর্ডার গাভাসকর ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাডিলেড টেস্ট নামছে ভারত। তবে পরিস্থিতি একটু আলাদা। দ্বিতীয় টেস্ট হবে গোলাপি বলে, অর্থাৎ দিবারাত্রি টেস্ট। তবে অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের গোলাপি বলের টেস্ট ইতিহাস খুব একটা ভালো নয়।

ভারতীয় সময় সকাল ৯.৩০টা থেকে শুরু হবে টেস্ট। দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। বিশেষ করে গত টেস্টে বুমরাহর অসাধারণ ফর্ম এবং বিরাট কোহলির সেঞ্চুরিতে বেশ আত্মবিশ্বাসী মেন ইন ব্লুজরা। আবার ভারতীয় স্কোয়াডে থাকা জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার জন্মদিন আজকে। ফলে দিনটি আরও স্মরণীয় করে রাখতে চাইছেন রোহিত শর্মারা।

গোলাপি বল টেস্টে ভারতের অন্যতম ভরসা বিরাট কোহলি। কারণ ৪ ম্যাচে বিরাট ২৭৭ রান করেছেন। রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ১৭৩ রান। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ১৮টি উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের গোলাপি বল টেস্টের ইতিহাস ভালো নয়। ২০২০ সালে অ্যাডিলেডেই ৩৬ রান অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। প্রথম ইনিংসে ২৪৪ রান করেছিল ভারত। জবাবে ১৯১ রান তোলে অজিরা। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে থামেন বিরাট কোহলিরা। ৯৩ রান করে ৮ উইকেটে সেই ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সহ এখনও পর্যন্ত মোট ৪টি গোলাপি বলে টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে পরাজিত করেছিল ভারত। ২০২১ সালে ইংল্যান্ডকে ১০ উইকেটে আহমেদাবাদে হারানো এবং ২০২২ সাকে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে গোলাপি বলে একটাও ম্যাচ হারেনি ভারত।

অনুশীলনে ভারতীয় ক্রিকেটাররা
Afghanistan: চিকিৎসা শিক্ষায় মহিলাদের উপর নিষেধাজ্ঞা! তালিবানি ফতোয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন রাশিদ খান
অনুশীলনে ভারতীয় ক্রিকেটাররা
Mithali Raj: বিয়ের শর্ত ছিল ক্রিকেট ছেড়ে সন্তান পালন! জীবনের অজানা তথ্য জানালেন মিতালী রাজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in