ACC U-19 Asia Cup: সেমির লড়াইয়ে ভারতের সামনে শ্রীলঙ্কা, বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান

People's Reporter: আজ ভারতীয় সময় সকাল ১০.৩০টা থেকে ভারতের সেমিফাইনাল শুরু হবে। একই সময়ে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচও শুরু হওয়ার কথা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারত
শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারতছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

শুক্রবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমির লড়াইয়ে নামছে ভারত। শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। লঙ্কানদের পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য বৈভব সূর্যবংশীদের। অন্যদিকে পাকিস্তান খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

পাকিস্তানের কাছে ৪৩ রান পরাজিত হয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারতীয় যুব দল। পরে জাপানকে হারিয়ে দুরন্ত কামব্যাক করে তারা। জাপানিদের ২১১ রানে হারানোর পর সংযুক্ত আরব আমিরশাহীকে ১০ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পান আমনরা।

আজ ভারতীয় সময় সকাল ১০.৩০টা থেকে ভারতের সেমিফাইনাল শুরু হবে। একই সময়ে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচও শুরু হওয়ার কথা। ফাইনালে ফের একবার ভারত-পাক দ্বৈরথ হতে পারে। তার জন্য ভারত এবং পাকিস্তান দুই দলকেই জয় অর্জন করতে হবে।

সেমিতে নামার আগে ভারতের দুই ওপেনারের রানে ফেরা কিছুটা ঝলেও স্বস্তিতে রেখেছে ভারতীয় দলকে। গত ম্যাচে ১৩ বছরের বৈভব সূর্যবংশী ৭৬ এবং আয়ূশ মাত্রে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তবে ভারতীয় বোলারদের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। তাঁরা কত দ্রুত শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিতে পারেন সেটাই দেখার।

অন্যদিকে, শ্রীলঙ্কাও ছন্দে রয়েছে। গ্রুপ পর্যায়ে একটিও ম্যাচ হারেনি তারা। ৩ ম্যাচই জিতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এই ম্যাচ কার্যত ফাইনাল হিসেবে দেখছে লঙ্কানরা।

পাশাপাশি গ্রুপ এ-র শীর্ষে থেকে সেমির লড়াইয়ে নামছে পাকিস্তান। ভারত, জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহীকে ধরাশায়ী করেছে পাক দল। টুর্নামেন্টে প্রথম থেকেই দারুন ছন্দে রয়েছে তারা। বিশেষ করে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরত পাঠানোই বিপরীত টিমের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের বোলাররা সেই কাজ সহজে করতে পারেন কিনা তা সময়ই বলবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারত
Afghanistan: চিকিৎসা শিক্ষায় মহিলাদের উপর নিষেধাজ্ঞা! তালিবানি ফতোয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন রাশিদ খান
শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারত
Mithali Raj: বিয়ের শর্ত ছিল ক্রিকেট ছেড়ে সন্তান পালন! জীবনের অজানা তথ্য জানালেন মিতালী রাজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in