ACC U-19 Asia Cup: ডু অর ডাই ম্যাচ! শেষ চারে উঠতে UAE-র বিরুদ্ধে ভারতের লক্ষ্য ১৩৮ রান

People's Reporter: বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহী। ম্যাচের শুরুতেই ১৭ রানে ২ উইকেট হারায় সংযুক্ত আরব আমিরশাহী।
ACC U-19 Asia Cup: ডু অর ডাই ম্যাচ! শেষ চারে উঠতে UAE-র বিরুদ্ধে ভারতের লক্ষ্য ১৩৮ রান
ছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ১৩৭ রানেই শেষ হল সংযুক্ত আরব আমিরশাহীর ইনিংস। সেমিফাইনালের রাস্তা পাকা করতে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

পাকিস্তানের বিরুদ্ধে ৪৩ রানে হার দিয়ে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল ভারত। পরে জাপানকে ২১১ হারিয়ে শেষ চারের আশা টিকিয়ে রেখেছে তারা। জাপানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৩৯ রান করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১২৮ রানে শেষ হয় জাপানের ইনিংস।

বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহী। ম্যাচের শুরুতেই ১৭ রানে ২ উইকেট হারায় সংযুক্ত আরব আমিরশাহী। রায়ান খান (৩৫) এবং অক্ষত রাই (২৬) ছাড়া তেমন কেউ রান করতে পারেননি।

ভারতীয় বোলারদের দাপটে ১৩৭ রানেই শেষ হয় আমিরশাহীর ইনিংস। ভারতের হয়ে ৩টি উইকেট নেন বাংলার যুধজিৎ গুহ। ২টি করে উইকেট পান চেতন শর্মা এবং হার্দিক রাজ। ১টি করে উইকেট কার্তিকেয় ও আয়ূশ মাত্রে।

এই ম্যাচ জিতলেই সেমিফাইনালের রাস্তা পাকা হয়ে যাবে ভারতের। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচটি জিতলে তারা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ৪-এ যাবে। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

উল্লেখ্য গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। এই গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে নেপাল এবং আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল একটিও ম্যাচ জিততে পারেনি।

ACC U-19 Asia Cup: ডু অর ডাই ম্যাচ! শেষ চারে উঠতে UAE-র বিরুদ্ধে ভারতের লক্ষ্য ১৩৮ রান
Syed Mushtaq Ali Trophy: ছন্দে শামি, বিহারকে ৯ উইকেটে পরাস্ত করল বাংলা
ACC U-19 Asia Cup: ডু অর ডাই ম্যাচ! শেষ চারে উঠতে UAE-র বিরুদ্ধে ভারতের লক্ষ্য ১৩৮ রান
Guinea: রেফারির 'বিতর্কিত' সিদ্ধান্তের জেরে ফুটবল ম্যাচে উত্তেজনা, সংঘর্ষে মৃত প্রায় ১০০

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in