CAFA Nations Cup 2025: কাফা নেশনস কাপের তৃতীয় স্থানের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ওমান

People's Reporter: তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে আগামী সোমবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ভারতীয় ফুটবল দল
ভারতীয় ফুটবল দলছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

কাফা নেশনস কাপের তৃতীয় স্থানের লড়াইয়ে ওমানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে আগামী সোমবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গ্রুপ এ থেকে সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে উজবেকিস্তানের পিছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছে ওমান। গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত আছে ওমান। অন্যদিকে ফাইনালে মুখোমুখি হবে গ্রুপ এ শীর্ষে থাকা উজবেকিস্তান ও গ্রুপ বি-তে শীর্ষে থাকা ইরান।

ভারত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব শেষ করেছে। পরে ইরান ও তাজিকিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় ব্লু টাইগার্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জায়গা নিশ্চিত করে।

খালিদ জামিলের ছেলেরা তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক পরাজয়ে মোট চার পয়েন্ট সংগ্রহ করেছে। ইরান সাত পয়েন্ট নিয়ে শীর্ষে, আর স্বাগতিক তাজিকিস্তানও চার পয়েন্ট পেলে হেড-টু-হেড নিয়মে ভারত পিছিয়ে পড়ে। এক পয়েন্ট নিয়ে জয়শূন্য আফগানিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

প্লে-অফের লড়াই ভারতের জন্য সুযোগ এনে দিয়েছে পডিয়ামে শেষ করার। অন্যদিকে ওমান চাইবে তাদের অপরাজিত যাত্রা ধরে রাখতে এবং জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শেষ করতে।

ভারতীয় ফুটবল দল
GST: আইপিএল টিকিটে ৪০% জিএসটি! বাড়তি অর্থ খরচ হবে দর্শকদের
ভারতীয় ফুটবল দল
Mohun Bagan: 'মোহনবাগান আমাকে বেছে নিয়েছে' - সবুজ মেরুন জার্সিতে মাঠে নামতে মরিয়া রবসন!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in