ACC U-19 Asia Cup: ফাইনাল উঠতে ১৭৪ রান দরকার ভারতের, বাংলাদেশের কাছে ১১৬ রানে শেষ পাকিস্তানের ইনিংস

People's Reporter: টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে ৩টি উইকেট নেন চেতন শর্মা। ২টি করে উইকেট নেন কিরণ চোরমালে এবং আয়ূশ মাত্রে। ১টি করে উইকেট পান যুধজিৎ গুহ ও হার্দিক রাজ।
ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল
ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ১৭৩ রানেই শেষ শ্রীলঙ্কার ইনিংস। জয়ের জন্য ৫০ ওভারে ভারতের দরকার ১৭৪ রান। অন্যদিকে পাকিস্তানকে ১১৬ রানে অল আউট করল বাংলাদেশ।

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। খেলার শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। সেখান থেকে শরুজন শানমুগানাথন এবং লাকভিন আবেসিঙ্গের ৯৩ রানের পার্টনারশিপে ভর করে খেলায় ফেরে শ্রীলঙ্কা। তবে ২৮.২ ওভারে শরুজন ৪২ রানে ফিরে যাওয়ার পর আর বড় রানের পার্টনারশিপ গড়তে পারেনি শ্রীলঙ্কা। লাকভিন আবেসিঙ্গে ফেরেন ৬৯ রানে। ৪৬.২ ওভারে ১৭৩ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

ভারতের হয়ে ৩টি উইকেট নেন চেতন শর্মা। ২টি করে উইকেট নেন কিরণ চোরমালে এবং আয়ূশ মাত্রে। ১টি করে উইকেট পান যুধজিৎ গুহ ও হার্দিক রাজ।

অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাকিস্তানের দুই ওপেনার উসমান খান এবং শাহজাইব খানকে ০ রানে ফেরান বাংলাদেশের মারুফ মৃধা। বাংলাদেশের বোলয়ারদের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।

মহম্মদ রিয়াজ উল্লাহ (২৮), সাদ বাইগ (১৮) এবং ফারহান ইউসফ (৩২) ছাড়া তেমন কেউ রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ ইকবাল হাসান ইমন, ২টি উইকেট নেন মারুফ মৃধা এবং ১টি করে উইকেট নেন আল ফাহাদ এবং দেবাশিষ সরকার দেবা।

ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল
Afghanistan: চিকিৎসা শিক্ষায় মহিলাদের উপর নিষেধাজ্ঞা! তালিবানি ফতোয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন রাশিদ খান
ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল
Mithali Raj: বিয়ের শর্ত ছিল ক্রিকেট ছেড়ে সন্তান পালন! জীবনের অজানা তথ্য জানালেন মিতালী রাজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in