Asian Para Games 2023: '৯৯ নট আউট', প্যারা গেমসে পদক সেঞ্চুরি থেকে মাত্র ১ কদম দূরে ভারত

People's Reporter: ভারতের ঝুলিতে বর্তমানে ২৫টি সোনা, ২৯টি রুপো এবং ৪৫টি ব্রোঞ্জ রয়েছে। ভারতের আছে ষষ্ঠ স্থানে।
শীতল দেবী
শীতল দেবীছবি - সংগৃহীত

এশিয়ান প্যারা গেমসেও ১০০ পদক জয়ের দিকে এগোচ্ছে ভারত। ইতিমধ্যেই ৯৯টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। পাশাপাশি ২০১৮-র মোট প্রাপ্ত পদক সংখ্যাকে ছাপিয়ে গেছে ২০২৩ প্যারা গেমসের পদক সংখ্যা।

এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ ভারতের লক্ষ্য কমপক্ষে ১০০টি পদক জয়। পঞ্চম দিনে সেই লক্ষ্যমাত্রার একদম কাছেই পৌঁছে গেছেন ভারতীয় অ্যাথলিটরা। ভারতের ঝুলিতে বর্তমানে ২৫টি সোনা, ২৯টি রুপো এবং ৪৫টি ব্রোঞ্জ রয়েছে। ভারতের আছে ষষ্ঠ স্থানে।

২০১৮ প্যারা গেমসে ভারত জিতেছিল ৭২টি পদক। চলতি গেমসে ১০০ পদক জিতলেই ইতিহাস রচনা করবে ভারতীয় অ্যাথলিটরা। শুক্রবার এশিয়ান প্যারা গেমসে পুরুষদের সিঙ্গেল SL3 ব্যাডমিন্টনে সোনা জিতেছেন প্রমোদ ভগৎ। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গেলসের SU5 ইভেন্টে সোনা জিতেছেন ভারতের থুলাসি মাথি। পুরুষদের শর্ট পুটে রুপো জিতেছেন মানু। তিরন্দাজিতে পা দিয়ে তির ছুঁড়ে সোনার পদক জিতেছেন ভারতের শীতল দেবী। এছাড়াও আরও অনেকেই পদক জয়ের তালিকায় রয়েছেন।

এই মুহূর্তে পদক তালিকায় শীর্ষে রয়েছে চীন। তারা ১৯৬টি সোনা, ১৫৯টি রুপো এবং ১৩৮টি ব্রোঞ্জ জিতেছে। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। জাপানের ঝুলিতে আছে ৩৯টি সোনা ৪৪টি রুপো এবং ৫৬টি ব্রোঞ্জ। ৩৯টি সোনা, ৩৯টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরান। চতুর্থ স্থানে আছে দক্ষিণ কোরিয়া। তাদের ঝুলিতে আছে ২৮টি সোনা, ৩০টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। ২৬টি সোনা, ২১টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ নিয়ে পঞ্চম স্থানে আছে ইন্দোনেশিয়া।

শীতল দেবী
Cricket World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের অনুশীলনে একাধিক চমক!
শীতল দেবী
East Bengal: প্রতি ম্যাচে একই ভুল! আরও পরিণত ইস্টবেঙ্গল চান কুয়াদ্রাত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in