ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ

East Bengal: প্রতি ম্যাচে একই ভুল! আরও পরিণত ইস্টবেঙ্গল চান কুয়াদ্রাত

কুয়াদ্রাত বলেন, "এই ভুলগুলো সংশোধন করতে হবেই। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। প্রতি ম্যাচে এমন হতে দেওয়া যাবে না"।
Published on

কোচ বদলেছে, দলে অনেক নতুন খেলোয়াড়ও এসেছেন। মরশুমের শুরুটাও হয়েছে বেশ ভালো ভাবেই। কিন্তু মরশুম যত এগোচ্ছে ইস্টবেঙ্গলে-র পুরনো রোগ যেন কিছুতেই সারছে না। শুরুতে গোল করে এগিয়ে গেলেও পরে ড্র করছে। নয়তো হেরে যাচ্ছে।

কিন্তু বারবার কেন হচ্ছে এমন? কেন পুরনো রোগ সারছে না লাল-হলুদের। লড়াকু দল হিসেবে পরিচিত দলের সুনাম ধরে রাখতে বারবার ব্যর্থ হচ্ছে তারা। শেষ ম্যাচেই এফসি গোয়ার বিরুদ্ধে ৭৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরে দু’মিনিটের মধ্যে পরপর দু’টি গোল খায় ইস্টবেঙ্গল। ২-১ ব্যবধানে ম্যাচ হেরে যায় তারা।

এর ব্যাখ্যা করতে গিয়ে কার্লস কুয়াদ্রাত বলেন, "আসলে আমাদের দলে এবার অনেক নতুন খেলোয়াড় আছে। ওদের আরও পরিণত হয়ে উঠতে হবে। এই হারটা আমাদের কাছে একটা বড় শিক্ষা। বেঙ্গালুরুতে শেষ ম্যাচেও এ রকম হয়েছিল। আমাদের মানসিক ভাবে আরও শক্তিশালী হতে হবে, যাতে এই কঠিন দলগুলোর বিরুদ্ধে ভালো খেলতে পারি"।

তিনি আরও বলেন, "এই ভুলগুলো সংশোধন করতে হবেই। গত ম্যাচে একটা পেনাল্টি আমাদের শেষ করে দিয়েছিল। এই ম্যাচে একটা ফ্রি কিকের জন্য আমরা খেলা থেকে হারিয়ে গেলাম। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। প্রতি ম্যাচে এমন হতে দেওয়া যাবে না"।

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
IPL: বিশ্বকাপের মাঝেই সুখবর! চলতি বছরেই বিদেশের মাটিতে হবে আইপিএল-র 'মিনি নিলাম'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in