IPL: বিশ্বকাপের মাঝেই সুখবর! চলতি বছরেই বিদেশের মাটিতে হবে আইপিএল-র 'মিনি নিলাম'
বিশ্বকাপের মাঝেই চলে এলো বড় খবর। ২০২৪ আইপিএল-র 'মিনি নিলাম' হতে পারে ডিসেম্বর মাসে। তবে জানা যাচ্ছে বিদেশের মাটিতে এই নিলাম হবে। যদিও মহিলাদের টি-২০ লিগের নিলামের দিন এখনও ঠিক হয়নি।
আইপিএল-র মিনি নিলাম নতুন নয়। এর আগেও এই নিলাম হয়েছে। সূত্রের খবর, এবারের মিনি নিলাম হতে পারে দুবাইয়ে। ১৫-২০ ডিসেম্বরের মধ্যে এই নিলাম অনুষ্ঠিত হবে। বিভিন্ন ফ্রাঞ্চাইজিগুলিও এখনও চূড়ান্ত কিছু জানায়নি। বেশকিছু প্লেয়ারকে ছেড়ে দেওয়া হতে পারে এই নিলামে।
ক্রিকেট বিশ্বচাপ চলার কারণেই হয়তো মিনি নিলামের দিন এখনও ঘোষণা হয়নি। ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপ শেষ হচ্ছে। সম্ভবত তারপরেই 'মিনি নিলামের' তারিখ ঘোষণা হবে। যারা দলের হয়ে গত মরশুমে ভালো পারফর্ম্যান্স করতে পারেননি তাঁদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হতে পারে।
আইপিএলের মিনি নিলামের সম্ভাব্য দিন জানা গেলেও মহিলাদের উইমেন্স প্রিমিয়ার লিগের মিনি নিলামের দিন এবং ভেন্যু জানা যায়নি। মনে করা হচ্ছে মহিলাদের লিগের মিনি নিলাম ভারতেই হবে। পুরুষদের আগেই মহিলা লিগের নিলাম হয়ে যাবে।
উল্লেখ্য, গতবার আইপিএল-র মিনি নিলাম বিদেশের মাটিতেই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোচিতে মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

