ক্ষতিগ্রস্ত দেওয়াল
ক্ষতিগ্রস্ত দেওয়ালছবি - নিজস্ব

Cricket World Cup 2023: ইডেনে বিশ্বকাপের আগেই অঘটন! গাড়ির ধাক্কায় ভাঙলো দেওয়াল

People's Reporter: বৃহস্পতিবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইডেনের একটি গেটের দেওয়াল ভেঙে দেয়। ইতিমধ্যে দেওয়াল মেরামতের কাজও শুরু হয়েছে।
Published on

ইডেনে বিশ্বকাপ বোধনের আগেই অঘটন। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের ৪৮ ঘন্টা আগে ৩ নম্বর গেটের দেওয়াল ভাঙলো গাড়ির ধাক্কায়। যদিও দ্রুত পরিস্থিতি সামাল দিচ্ছে সিএবি।

শনিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচ। তার আগে দেওয়াল সহ গেট ভেঙে পড়লো। বৃহস্পতিবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইডেনের একটি গেটের দেওয়ালে ধাক্কা মারলে দেওয়ালটি ভেঙে যায়। ইতিমধ্যে দেওয়াল মেরামতের কাজও শুরু হয়েছে। তবে শনিবার ম্যাচের আগে তা ঠিক হবে কিনা তার নিশ্চয়তা নেই।

এদিন কলকাতা পুলিশের নগরপালও ইডেন পরিদর্শন আসেন। তিনিও ইডেনের নিরাপত্তা দেখে কিছুটা অবাক হয়েছেন। সিএবি কর্তাদের সাথে কথা বলে নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিলেন তিনি।

অন্যদিকে, আজকেও ফের ইডেনের বাইরে মেম্বাররা টিকিট না পেয়ে বিক্ষোভ দেখান। সিএবির ইতিমধ্যেই টিকিট নিয়ে অবস্থা বেহাল। সিএবি পূর্ণ সদস্যদের জন্য ৩ হাজার টিকিট অনলাইনে ছেড়েছিল। কিন্তু প্রথম বিজ্ঞাপনে ওয়েবসাইট ভুল ছাপা হয়। পরে ফের নতুন ওয়েবসাইটের কথা জানানো হয়। অনেকেই অভিযোগ করেছেন, লিঙ্কে ক্লিক করে টিকিট কাটা যায়নি।

ক্ষতিগ্রস্ত দেওয়াল
দর্শক টানতে 'লোভনীয়' উদ্যোগ! এই স্টেডিয়ামে দেওয়া হবে বিনামূল্যে পপকর্ন-কোল্ড ড্রিংকস
ক্ষতিগ্রস্ত দেওয়াল
Cricket World Cup 2023: ৩ সপ্তাহের মধ্যেই 'রেকর্ড ব্রেক'! বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি ম্যাক্সওয়েলের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in