

বিশ্বকাপের মঞ্চে দ্রুততম সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে এই নজির গড়েছেন অজি তারকা। চলতি বিশ্বকাপেই ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ যেন রেকর্ডের বিশ্বকাপ। বুধবার নেদারল্যান্ডস বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলছে দিল্লিতে। প্রথমে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ওয়ার্নার, স্মিথ, লাবুসেন এবং ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং-র জেরে রানের পাহাড় গড়লো অস্ট্রেলিয়া। আর এই ইনিংসে দ্রুততম সেঞ্চুরি করলেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন তিনি।
চলতি বিশ্বকাপেই ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন এইডেন মার্করাম। এর আগে কেবিন ও'ব্রায়েন ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন। ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন ম্যাক্সওয়েল নিজেই। তবে বিপক্ষে ছিল শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন এবি ডেভিলিয়ার্স।
ম্যাক্সওয়েলের রেকর্ড ছাড়াও বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে তারা। এর আগে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৪১৭ রান করেছিল অজিরা।
বুধবার টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৯৩ বলে করেন ১০৪ রান। স্মিথ করেন ৬৮ বলে ৭১ রান, লাবুসেন করেন ৪৭ বলে ৬৮। ম্যাক্সওয়েল ৪৪ বলে ১০৬ রান করে আউট হয়ে যান। এখন দেখার অস্ট্রেলিয়ার বোলিং-র সামনে কেমন পারফর্ম্যান্স করে নেদারল্যান্ডসের ব্যাটাররা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন