Cricket World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের অনুশীলনে একাধিক চমক!

People's Reporter: বল হাতে প্র্যাকটিস করেন বিরাট, গিল এবং সূর্যকুমার যাদব। হার্দিক যে ম্যাচে চোট পেয়েছিলেন সেই ম্যাচেও ওভার শেষ করেন বিরাট কোহলি।
Cricket World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের অনুশীলনে একাধিক চমক!
ছবি - প্রতীকী

ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের অনুশীলনে দেখা গেলো একাধিক চমক। বল হাতে দেখা গেলো ব্যাটারদের এবং ব্যাট হাতে অনুশীলন সারলেন বোলাররা।

হার্দিক পাণ্ডিয়ার চোটের কারণে কিছুটা হলেও বেকায়দায় পড়েছে টিম ইন্ডিয়া। কারণ হার্দিকের মতো অলরাউন্ডারের বিকল্প এই মুহূর্তে ভারতীয় দলে নেই। ফলে একজন বোলার নয়তো একজন ব্যাটারকে হার্দিকের বিকল্প হিসেবে দলে নিতে হচ্ছে। ভারত যদি অতিরিক্ত ব্যাটার নেয় সেক্ষত্রে একজন ব্যাটারকে ৬ নম্বর বোলার হিসেবে বলা করানো হতে পারে। ভারতের অনুশীলনেও তারই প্রস্তুতি দেখা গেলো।

বল হাতে প্র্যাকটিস করেন বিরাট, গিল এবং সূর্যকুমার যাদব। হার্দিক যে ম্যাচে চোট পেয়েছিলেন সেই ম্যাচেও ওভার শেষ করেন বিরাট কোহলি। ৩ বল করে ২ রান দিয়েছিলেন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিকে বল হাতে ফের দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

শুধু কোহলিই নন, জাদেজা এবং অশ্বিনের সাথে বোলিং প্র্যাকটিস করলেন শুবমন গিল ও সূর্যকুমার যাদব। তাঁরা রোহিত শর্মাকে বল করেন। পাঁচ বোলারের সাথে ষষ্ঠ বিকল্পের জন্যই তিন ব্যাটারকে বল করানো হচ্ছে। আবার জাদেজা বল করেন বাঁহাতে। কিন্তু অনুশীলনে ডান হাতে বল করতে দেখা গেছে তাঁকে। আবার ব্যাট হাতে শুবমনের কাছ থেকে ডিফেন্স অনুশীলন করেন সিরাজ।

রবিবার লখনউতে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত। এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত রয়েছে ভারত। এখন দেখার ষষ্ঠ জয় আসে নাকি লাগাতার হারের পর ভারতের বিরুদ্ধে জয় পাবে ইংল্যান্ড।

Cricket World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের অনুশীলনে একাধিক চমক!
ISL 2023-24: পুজোর জন্য ম্যাচ হবে ওড়িশায়, সমর্থকদের পাশে দাঁড়িয়ে হতাশা ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের
Cricket World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের অনুশীলনে একাধিক চমক!
Cricket World Cup 2023: ইডেনে বিশ্বকাপের আগেই অঘটন! গাড়ির ধাক্কায় ভাঙলো দেওয়াল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in