ACC U-19 Asia Cup: বিধ্বংসী বৈভব! ১৩ বছরের 'বিস্ময় বালকে'র ঝোড়ো ইনিংসে যুব এশিয়া কাপের ফাইনালে ভারত

People's Reporter: ফের একবার বিধ্বংসী ইনিংস খেললেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী। ৬ বলে ৬৭ রান করেন তিনি। ঝোড়ো ইনিংসে ৫টি ছয় ও ৬টি চার মেরেছেন তিনি।
ACC U-19 Asia Cup: বিধ্বংসী বৈভব! ১৩ বছরের 'বিস্ময় বালকে'র ঝোড়ো ইনিংসে যুব এশিয়া কাপের ফাইনালে ভারত
ছবি - সংগৃহীত
Published on

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে ভারতের যুব দল।

ফের একবার বিধ্বংসী ইনিংস খেললেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী। ৩৬ বলে ৬৭ রান করেন তিনি। ঝোড়ো ইনিংসে ৫টি ছয় ও ৬টি চার মেরেছেন তিনি। এই নিয়ে চলতি টুর্নামেন্টে দুটি অর্ধ শতরানের মালিক হলেন বৈভব। আয়ূশ মাত্রেও ভালো খেলেন। তিনি ২৮ বলে ৩৪ রান করে ফেরেন। ২২ রানে আউট হন সিদ্ধার্ত। পরে অধিনায়ক মহম্মদ আমন এবং কার্তিকেয় জয়ের রান তুললেন। ২১.৪ ওভারের ১৭৫ রান করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

প্রসঙ্গত, শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। খেলার শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। সেখান থেকে শরুজন শানমুগানাথন এবং লাকভিন আবেসিঙ্গের ৯৩ রানের পার্টনারশিপে ভর করে খেলায় ফেরে শ্রীলঙ্কা। তবে ২৮.২ ওভারে শরুজন ৪২ রানে ফিরে যাওয়ার পর আর বড় রানের পার্টনারশিপ গড়তে পারেনি শ্রীলঙ্কা। লাকভিন আবেসিঙ্গে ফেরেন ৬৯ রানে। ৪৬.২ ওভারে ১৭৩ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

ভারতের হয়ে ৩টি উইকেট নেন চেতন শর্মা। ২টি করে উইকেট নেন কিরণ চোরমালে এবং আয়ূশ মাত্রে। ১টি করে উইকেট পান যুধজিৎ গুহ ও হার্দিক রাজ।

অন্যদিকে বাংলাদেশের কাছে ৭ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান। ৩৭ ওভারে ১১৬ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ২২.১ ওভারেই জয়ের রান তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ৩ উইকেটের বিনিময়ে ১২০ রান করে বাংলাদেশ অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম গুরুত্বপূর্ণ অর্ধ-শতরান করেন (৬১*)।

ফাইনাল হবে আগামী ৮ দিসেম্বর অর্থাৎ রবিবার। ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এখনও পর্যন্ত ভারত মোট ৮ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে।

ACC U-19 Asia Cup: বিধ্বংসী বৈভব! ১৩ বছরের 'বিস্ময় বালকে'র ঝোড়ো ইনিংসে যুব এশিয়া কাপের ফাইনালে ভারত
Border Gavaskar Trophy: মিচেল স্টার্কের ৬ উইকেট! প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ১৮০ রান
ACC U-19 Asia Cup: বিধ্বংসী বৈভব! ১৩ বছরের 'বিস্ময় বালকে'র ঝোড়ো ইনিংসে যুব এশিয়া কাপের ফাইনালে ভারত
Afghanistan: চিকিৎসা শিক্ষায় মহিলাদের উপর নিষেধাজ্ঞা! তালিবানি ফতোয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন রাশিদ খান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in