Border Gavaskar Trophy: মিচেল স্টার্কের ৬ উইকেট! প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ১৮০ রান

People's Reporter: শুক্রবার অ্যাডিলেডে গোলাপি বল টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।
শুবমন গিল
শুবমন গিলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রান সংগ্রহ করল ভারত। মিচেল স্টার্কের দাপটে ধরাশায়ী ভারতীয় ব্যাটাররা। ফের রান করতে ব্যর্থ হলেন বিরাট-রোহিত।

শুক্রবার অ্যাডিলেডে গোলাপি বল টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এদিন প্রথম টেস্ট দল থেকে ৩টি পরিবর্তন করে খেলতে নামে টিম ইন্ডিয়া। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে আনা হয় রবিচন্দ্রন অশ্বিনকে। তাছাড়া ধ্রুব জুড়েল ও দেবদত্ত পাড়িক্কালের বদলে রোহিত শর্মা এবং শুবমন গিল খেলেন।

ম্যাচের প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। উইকেট নেন মিচেল স্টার্ক। পরে কে এল রাহুল ও শুবমন গিলের মধ্যে ৬৯ রানের পার্টনারশিপ হয়। রাহুল আউট হন ৩৭ রানে এবং শুবমন ফেরেন ৩১ রানে। তারপর ঋষভ পন্থ (২১) নীতিশ কুমার রেড্ডি (৪২) এবং রবিচন্দ্র অশ্বিন (২২) ছাড়া বড় রান করতে পারেননি কেউ।

ফের রান পেলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। এদিন মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দেন কোহলি। ৭ রানে ফিরতে হয় গত টেস্টে সেঞ্চুরি করা বিরাটকে। পাশাপাশি ৩ রানে আউট হন রোহিত শর্মা। প্রথম টেস্টে কে এল রাহুল এবং যশস্বীর পারফর্মেন্স দেখে এদিন ওপেনিং করেননি রোহিত।

অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করলেন মিচেল স্টার্ক ১৪.১ ওভার বল করে ৪৮ রান দিয়ে ৬ উইকেট নেন স্টার্ক। এছাড়া ২টি করে উইকেট পান প্যাট কামিন্স ও জস হেজেলউডের পরিবর্তে নামা স্কট বোলান্ড।

শুবমন গিল
ACC U-19 Asia Cup: ফাইনাল উঠতে ১৭৪ রান দরকার ভারতের, বাংলাদেশের কাছে ১১৬ রানে শেষ পাকিস্তানের ইনিংস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in