ICC Women's WC: রবিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ, আত্মবিশ্বাসী ভারত, চাপে পাকিস্তান!

People's Reporter: রবিবার কলম্বোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে কিছুটা চাপে রয়েছে পাকিস্তান।
আগামীকাল ভারত বনাম পাকিস্তান ম্যাচ
আগামীকাল ভারত বনাম পাকিস্তান ম্যাচছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অভিযান শুরু করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। রবিবার হরমনপ্রীতরা মুখোমুখি হবেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের সাথে। ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু হবে ম্যাচ। যদিও পরিসংখ্যানে এগিয়ে ভারত।

রবিবার কলম্বোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে কিছুটা চাপে রয়েছে পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী ১১ বার ওয়ান ডে-তে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। যার মধ্যে ৪টি ম্যাচ বিশ্বকাপের মঞ্চেই খেলা হয়েছে। সবক’টি ম্যাচই ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। হরমনপ্রীতের লক্ষ্য আগামীকাল পাকিস্তানকে হারিয়ে সংখ্যাটি ১২-০ করা।

প্রসঙ্গত, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৬৯ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ২১১ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ডিএলএস নিয়মানুযায়ী ভারত ৫৯ রানে ম্যাচ জিতে যায়। ৩ উইকেট নিয়ে এবং ৫৩ রান করে ম্যাচের সেরা হন দীপ্তি শর্মা।

অন্যদিকে, পাকিস্তান মহিলা দল বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রান করে। রান তাড়া করতে নেমে ৩১.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩১ রান করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

পাকিস্তান ম্যাচ ছাড়া ভারত ৯ অক্টোবর খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১২ অক্টোবর, রবিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবেন স্মৃতি মন্ধানারা। ১৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ২৩ অক্টোবর বিপক্ষে থাকবে নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবেন হরমনপ্রীতরা।

আগামীকাল ভারত বনাম পাকিস্তান ম্যাচ
Ravichandran Ashwin: প্রথম হাইপ্রোফাইল ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে অশ্বিন!
আগামীকাল ভারত বনাম পাকিস্তান ম্যাচ
ICC Women's WC: মহিলা ক্রিকেট বিশ্বকাপে 'আজাদ কাশ্মীর' বিতর্ক! কী ব্যাখ্যা প্রাক্তন পাক অধিনায়কের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in