
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করল ভারত। যশস্বী ২০০ রান করতে ব্যর্থ হলেও সেঞ্চুরি করলেন অধিনায়ক গিল।
ক্যারিবিয়নদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টের শুরু থেকেই দক্ষতার সাথে ব্যাট করেন ভারতের ব্যাটাররা। অধিনায়ক হিসেবে সপ্তম টেস্ট ম্যাচে এই প্রথম টস জিতলেন গিল। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।
প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রানে ডিক্লেয়ার করে ভারত। ৩৮ রানে আউট হন কে এল রাহুল। ৮৭ রানে ফিরতে হয় সাই সুদর্শনকে, ১৭৫ রানে রান আউট হন যশস্বী জয়সওয়াল। টেস্ট কেরিয়ারে নিজের তৃতীয় ডবল সেঞ্চুরি হাতছাড়া করলেন তিনি।
নীতিশ কুমার রেড্ডি ফেরেন ৪৩ রানে। ৪৪ রানে আউট হন ধ্রুব জুরেল। ১২৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক গিল। এক ক্যালেন্ডার বর্ষে এখনও পর্যন্ত ৫টি টেস্ট সেঞ্চুরি করলেন গিল। স্পর্শ করলেন বিরাট কোহলির রেকর্ড। কোহলিও অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৫টি সেঞ্চুরি করেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নেন জোমেল ওয়ারিকান। ১টি উইকেট পান অধিনায়ক রস্টন চেজ। এখন দেখার ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে বিশাল রানের লক্ষ্যমাত্রা পূরণ করে লিড নিতে পারে নাকি ভারত দ্বিতীয় টেস্ট জিতে নেয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন