
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার শামার জোসেফ। চোটের কারণে তিনি এখন বিশ্রামে থাকবেন।
আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ (IND vs WI Test)। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) জানিয়েছে, “ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে শামার জোসেফের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন জোহান লেইন।” তবে জোসেফের চোট সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চোটের কারণে জোসেফের অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। ২৬ বছর বয়সী এই তারকা পেসার ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ১১ টেস্টে ৫১টি উইকেট নিয়েছেন, গড় ২১.৬৬।
অন্যদিকে, ২২ বছর বয়সী জোহান লেইন বার্বাডোজের সিম বোলিং অলরাউন্ডার। তিনি এখনও পর্যন্ত ১৯টি ফার্স্ট ক্লাস ম্যাচে অংশ নিয়ে ৪৯৫ রান করেছেন। ৬৬ উইকেট নিয়েছেন।
আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। শুবমন গিলকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
ভারতীয় স্কোয়াড - শুবমন গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, জসপ্রিত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব এবং নারায়ণ জগদীশন।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড - রোস্টন চেজ (অধিনায়ক) জোমেল ওয়ারিকান (উপ-অধিনায়ক) কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানাজ, জন ক্যাম্পবেল, জাস্টিন গ্রিভস, ট্যাগেনারিন চন্দরপল শাই হোপ, টেভিন ইমলাচ, শামার জোসেফ, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়েরে এবং জেডেন সিলস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন