IND vs SGP: আশিকের একমাত্র গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হার বাঁচালো স্টিম্যাচ বাহিনী

ম্যাচের প্রথম থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। শুরুতেই সিঙ্গাপুর দুটো ভালো সুযোগ হাতছাড়া করে। ছয় মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার ক্রস থেকে বল পেয়ে সুযোগ তৈরি করেছিলেন লিস্টন কোলাসোও।
আশিক কুর্নিয়ান এবং
আশিক কুর্নিয়ান এবং ছবি সৌজন্যে ইন্ডিয়ান ফুটবল টিম টুইটার হ্যান্ডেল

এশিয়ান কাপের আগে নিজেদের পরখ করে নিতে সিঙ্গাপুরের বিপক্ষে নামে ভারতীয় দল। হো চি মিন সিটিতে ফিফা ক্রমতালিকায় ১৫৯ নম্বরে থাকা দেশটির বিপক্ষে রীতিমত হোম ওয়ার্ক করেই মাঠে নামেন সুনীল ছেত্রীরা। তবে এএফসি এশিয়ান কাপে টানা তিন ম্যাচ জিতে মূলপর্বে জায়গা করে নেওয়া ভারতীয় দল এদিন জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না। আশিক কুর্নিয়ানের একমাত্র গোলে সিঙ্গাপুরের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়লো ভারত।

শনিবার ম্যাচের প্রথম থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। শুরুতেই সিঙ্গাপুর দুটো ভালো সুযোগ হাতছাড়া করে। ছয় মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার ক্রস থেকে বল পেয়ে সুযোগ তৈরি করেছিলেন লিস্টন কোলাসোও। তবে তিনি লক্ষ্য খুঁজে নিতে পারেননি। এরপর প্রথমার্ধের সময় যত বাড়তে থাকে সিঙ্গাপুর হাই প্রেসিং ফুটবলে ভারতকে মাত দিতে থাকে।

১৫ মিনিটে দারুণ ভাবে ইকশান ফান্ডিকে আটকান আনোয়ার আলি। নতুবা গোল করে সিঙ্গাপুরকে এগিয়ে দিতে পারতেন তিনি। ইকশান ২৫ মিনিটে আবারও একটি বড় সুযোগ তৈরি করেছিলেন। তবে তাও ভারতের জালে জড়াতে পারেননি। অল্প সময় বাদে ভারত তৈরি করে জোড়া সুযোগ। কিন্তু আনোয়ার এবং নরিন্দর দুজনেই ভারতের হয়ে গোলের মুখ খুলতে ব্যর্থ হন।

আক্রমণ-প্রতি আক্রমণের মাঝেই ৩৭ মিনিটের মাথায় দুর্দান্ত ফ্রি কিকে ভারতের গোলরক্ষক গুরপ্রীতকে পরাস্ত করেন ইকশান ফান্ডি। সিঙ্গাপুর এগিয়ে গেলেও ভারত অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। প্রথমার্ধ শেষের আগেই ভারত সমতা ফিরে পায়। সুনীল ছেত্রীর ক্রস থেকে ভারতকে সমতা এনে দেন আশিক কুর্নিয়ান। দ্বিতীয়ার্ধে দুই পক্ষই আর গোল করতে পারেনি। ১-১ ব্যবধানেই শেষ হয় এই প্রীতি ম্যাচ।

আশিক কুর্নিয়ান এবং
মেসির জোড়া গোলে হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা, রিচার্লিসনের জোড়া গোলে জয় ব্রাজিলেরও
আশিক কুর্নিয়ান এবং
UEFA Nations League: ইংল্যান্ডের অবনমন নিশ্চিত করে ফাইনালের আশা টিকিয়ে রাখল ইতালি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in