মেসির জোড়া গোলে হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা, রিচার্লিসনের জোড়া গোলে জয় ব্রাজিলেরও

দীর্ঘ ১১ বছর পর ঘানার বিপক্ষে খেলতে নেমেছিল ব্রাজিল। এই নিয়ে মোট পাঁচবার আফ্রিকার দেশটির বিপক্ষে খেলতে নামে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসি
মেসিছবি সৌজন্যে আর্জেন্টিনা ফুটবল টুইটার হ্যান্ডেল
Published on

ফ্রান্সের লু আভহাতে শুক্রবার দিবাগত রাতে ঘানাকে ৩-০ গোলে পর্যুদস্ত করে জয় তুলে নিয়েছে ব্রাজিল। সেলেসাওদের জয়ের পর শনিবার ভোরে হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তারাও। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। সবমিলিয়ে দুই দলের সমর্থকরাই বিশ্বকাপের আগে তাদের প্রদর্শন দেখে খুশিই হবে।

দীর্ঘ ১১ বছর পর ঘানার বিপক্ষে খেলতে নেমেছিল ব্রাজিল। এই নিয়ে মোট পাঁচবার আফ্রিকার দেশটির বিপক্ষে খেলতে নামে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবগুলো ম্যাচেই ঘানাকে হারিয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

ঘানার বিপক্ষে এই ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যান নেইমাররা। শেষ পর্যন্ত এই লীডই ধরে রেখে জয় তুলে নেয়। ম্যাচের শুরুতেই ঘানাকে কোণঠাসা করে দেয় টিটে বাহিনী। মাত্র ৯ মিনিটেই পিএসজি ডিফেন্ডার মার্কুইনোসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। নেইমারের বাড়ানো ক্রস থেকে গোল করেন তিনি। তৃতীয় গোলটিও আসে রিচার্লিসনের পা থেকে। বাঁ পাশ থেকে নেইমারের নেওয়া ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল করেন টটেনহ্যাম হটস্পারের এই স্ট্রাইকার।

রাতে ব্রাজিলের জয়ের পর মেসি ম্যাজিকে মুগ্ধ হল ফুটবল বিশ্ব। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে চোখে লেগে থাকার মতো গোল করলেন লিও। হন্ডুরাসের বিপক্ষে এদিন পাপু গোমেজের পাস থেকে ম্যাচের ১৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন লউটারো মার্টিনেজ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের বক্সে আর্জেন্টাইন জিওভান্নি লো সেলসোর জার্সি টেনে ধরে পেনাল্টি হজম করেন হন্ডুরাসের ডিফেন্ডার মার্সেলো স্যান্টোস। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি মেসি।

দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। শেষ পর্যন্ত এই লীড বজায় থাকে। জয়ের ফলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা। এতে হয়ে গেল রেকর্ডও। এর আগে ১৯৯১-৯৩ সালে আলফিও বাসিলের অধীনে টানা ৩৩টি ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনা দল।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in