UEFA Nations League: ইংল্যান্ডের অবনমন নিশ্চিত করে ফাইনালের আশা টিকিয়ে রাখল ইতালি

নেশনস লীগের পাঁচ ম্যাচে জয় অধরা গ্যারাথ সাউথগগেটদের। উল্লেখ্য, পাঁচ ম্যাচে মাত্র একটাই গোল করতে পেরেছে ইংল্যান্ড। জার্মানির বিপক্ষে হ্যারি কেইনের একমাত্র গোলে ওই ম্যাচে ড্র করে ব্রিটিশরা।
ইতালি দল
ইতালি দলছবি সংগৃহীত
Published on

ইংল্যান্ডের অবনমন নিশ্চিত করে নিজেদের ফাইনালসের আশা টিকিয়ে রাখল ইউরো জয়ী ইতালি। সান সিরোয় শুক্রবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপ ম্যাচে জিয়াকোমো রাসপাদোরির একমাত্র গোলে জিতেছে রবের্তো মানচিনির দল। টিকে থাকার লড়াইয়ে আজ্জুরিদের বিপক্ষে কোনোরকম দাপট দেখাতে পারলো না থ্রি লায়ন্সরা। নেশনস লীগের পাঁচ ম্যাচে জয় অধরা গ্যারাথ সাউথগগেটদের। উল্লেখ্য, পাঁচ ম্যাচে মাত্র একটাই গোল করতে পেরেছে ইংল্যান্ড। জার্মানির বিপক্ষে হ্যারি কেইনের একমাত্র গোলে ওই ম্যাচে ড্র করে ব্রিটিশরা।

প্রথমার্ধে দুই দলই বিশেষ কিছু করে দেখাতে পারেনি। দুই দলই একটি করে শট টার্গেটে রাখে। তবে দুই পক্ষই ব্যর্থ হয়। প্রথমার্ধে ৫৫ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল কেইন-ফোডেন-স্টার্লিংরা।

ছন্নছাড়া প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুটা হয় একইভাবে। তবে এর মাঝেই ৬৮তম মিনিটে দুর্দান্ত গোলে ইতালিকে এগিয়ে নেন রাসপাদোরি। নিজেদের অর্ধ থেকে লিওনার্দো বোনুচ্চির উঁচু করে বাড়ানো বল ইংল্যান্ডের ডি-বক্সের সামনে নিয়ন্ত্রণে নেন তিনি। একটু সময় নিয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে খুঁজে নেন ঠিকানা। ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি ইংলিশ গোলরক্ষক নিক পোপ। পিছিয়ে পড়ার পর জ্যাক গ্রিলিশ ও লুক শকে নামায় ইংল্যান্ড। আক্রমণে ধার বাড়ে সফরকারীদের। তবে ডোন্নারুমাকে ভেদ করা এদিন কার্যত অসম্ভব হয়ে পড়ে ইংল্যান্ডের সামনে। রক্ষণ দৃঢ় করে শেষ পর্যন্ত লীড বজায় রেখে জয় তুলে নেয় আজ্জুরিরা।

গতরাতে উয়েফা নেশনস লীগের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানিকে ০-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে হাঙ্গেরী। এছাড়াও এস্তোনিয়া ২-১ গোলে হারিয়েছে মালটাকে। জর্জিয়া ২-০ গোলে হারিয়েছে নর্থ ম্যাসিডোনিয়াকে। বুলগেরিয়া ৫-১ গোলে জয় পেয়েছে জিব্রাল্টারের বিপক্ষে। মন্টেনেগ্রোকে ০-১ গোলে হারিয়েছে বসনিয়া-হারজেগোভিনা। ফিনল্যান্ড এবং রোমানিয়ার ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে।

ইতালি দল
Roger Federer: ফেডেরারের চোখের জলে ভিজলো পুরো টেনিস বিশ্বই, বিদায় জানালেন 'রাজা'
ইতালি দল
মেসির জোড়া গোলে হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা, রিচার্লিসনের জোড়া গোলে জয় ব্রাজিলেরও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in