

টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ছক্কা মারার নিরিখে বীরেন্দ্র শেহওয়াগকে টপকে শীর্ষ স্থান দখল করলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ৪ উইকেটের বিনিময়ে ১৩৮। কে এল রাহুল ৩৯ রান করে ফিরেছেন। ৮২ বল খেলে ২৯ রানে আউট হন ওয়াশিংটন সুন্দর, ৪ রান করে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়ে অধিনায়ক শুবমন গিলকে। তিনি ঘাড়ে ব্যথা অনুভব করেন। কার্যত বাধ্য হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। নেমেই রেকর্ড বুকে নাম তুললেন তিনি। ২টি ছক্কা মেরে টেস্টে বীরেন্দ্র শেহওয়াগকে পিছনে ফেললেন তিনি।
টেস্টে শেহওয়াগ ৯০টি ছয় মেরেছিলেন। এতদিন তিনিই ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বাধিক ছয়ের মালিক ছিলেন। ঋষভ এখনও পর্যন্ত মোট ৯২টি ছয় মেরেছেন। ২৪ বলে ২৭ রান করে ফিরতে হয় তাঁকে।
আন্তর্জাতিক স্তরে এই তালিকায় শীর্ষে আছেন বেন স্টোকস। তিনি এখনও পর্যন্ত মোট ১৩৬টি ছয় মেরেছেন। দ্বিতীয় স্থানে আছেন ব্রেন্ডন ম্যাক্কুলাম। তিনি ১০৭টি ছয় মেরেছিলেন। ১০০টি ছয় নিয়ে তৃতীয় স্থানে আছেন অ্যাডাম গিলক্রিস্ট। টিম সাউদি এবং ক্রিস গেইল ৯৮টি করে ছয়ের মালিক। জ্যাক কালিস মেরেছেন ৯৭টি ছয়। তারপরেই আছেন ঋষভ পন্থ।
১টি করে উইকেট পেয়েছেন মার্কো জানসেন, কেশব মহারাজ, করবিন এবং সাইমন হারমার। ভারত এখনও ২১ রানে পিছিয়ে রয়েছে। ৪ বলে ৫ রানে অপরাজিত আছেন ধ্রুব জুরেল এবং ১৫ বল খেলে ১১ রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন