

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে ভারত। দ্বিতীয় টেস্ট জিততে হলে পঞ্চম দিনে ভারতের প্রয়োজন ৫২২ রান। যা ঋষভ পন্থদের কাছে অত্যন্ত কঠিন কাজ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে প্রথম থেকেই চাপে রয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টেও পাল্লা ভারী প্রোটিয়াদের। প্রথম ইনিংসে ব্যাট করে ৪৮৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২০১ রানেই অল আউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৬০ রান করে ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের একদম শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৭ রান করে ভারত।
২০ বল খেলে ১৩ রানে আউট হন যশস্বী জয়সওয়াল। ৬ রানে ফেরেন কে এল রাহুল। দিনের শেষে ২৫ বল খেলে ২ রানে অপরাজিত আছেন সাই সুদর্শন এবং ২২ বলে ৪ রান করেছেন কুলদীপ যাদব।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন এবং সাইমন হার্মার। এছাড়া মুল্ডার ৪ ওভার বল করে ৬ রান এবং কেশব মহারাজ ৩ ওভার বল করে ৫ রান দিয়েছেন।
ভারতের এই ব্যাটিং বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে। তিনি বলেন, টেস্ট দলের মেরুদণ্ড হিসেবে কাজ করা পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে চারজন যখন অবসর নেন অথবা তাঁদের দলে অন্তর্ভুক্ত করা বন্ধ করে দেন, তখন তার প্রভাব পড়বেই। ভারত শুবমন গিলের অভাব অনুভব করছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন