

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ। দলে ফিরেছেন শুবমন গিল। ফলে ওপেনিং-এ অভিষেক শর্মার সাথে জুটি বাঁধতে পারেন তিনি। সঞ্জু স্যামসনকে হয়তো আরও নীচে নামানো হতে পারে।
আজ সন্ধ্যা ৭টা থেকে ওড়িশার বারাবতী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। শুবমন গিল দলে ফেরায় টিম কম্বিনেশন নিয়ে চিন্তায় ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদব তাঁর পছন্দের তিন নম্বর পজিশনে নামতে পারেন। তার পরে তিলক ভার্মা চতুর্থ নম্বরে নামতে পারেন। যেকোনো স্পিন চ্যালেঞ্জ মোকাবিলায় মিডল অর্ডারে একজন গুরুত্বপূর্ণ বাম-হাতি বিকল্প।
গিল ওপেন করতে নামলে সঞ্জু স্যামসনকে মিডল অর্ডারে খেলতে হবে। তিনি ফিনিশারের ভূমিকাও পালন করতে পারেন। সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন জীতেশ শর্মা। তিনিও উইকেট রক্ষক ব্যাটার।
অন্যদিকে, ভারতীয় স্কোয়াডে হার্দিক পাণ্ডিয়ার ফিরে আসা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর মতো অলরাউন্ডারের অভাব রয়েছে ভারতীয় স্কোয়াডে। ২০২৬ সালেই টি-২০ বিশ্বকাপ। ফলে তাঁর ফর্ম দেখে নেওয়ারও সুযোগ রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। এছাড়া দলে রাখা হতে পারে আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।
বোলিং বিভাগে নেতৃত্ব দিতে পারেন জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং। বিশ্রাম দেওয়া হতে পারে হর্ষিত রানাকে। স্পিনিং বিভাগে কাজে আসতে পারে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর জুটি।
ভারতীয় স্কোয়াড - অভিষেক শর্মা, শুবমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জীতেশ শর্মা, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন