IND VS SA: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি দুই ম্যাচে নেই বুমরাহ, দলে এলেন মহম্মদ সিরাজ

ব্যাঙ্গালুরুতে বুমরাহর পিঠের নীচের অংশে স্ক্যান হবে। সেই রিপোর্টের ভিত্তিতে ন্যাশনাল ক্রিকেট একাডেমীর মেডিক্যাল টিম সিদ্ধান্ত নেবেন বুমরাহ টি ২০ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা।
মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ
মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহফাইল ছবি

পিঠে গুরুতর চোট। অন্তত ছ'মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভারতের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহকে। বিশ্বকাপের আগে এত বড় ধাক্কা ভারত শিবির কার্যত কল্পনা করতে পারেনি। যদিও বিসিসিআই-এর তরফ থেকে অফিসিয়ালি বিশ্বকাপ থেকে বুমরাহর ছিটকে যাওয়া নিশ্চিত করেনি। শুক্রবার সকালে এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে অবশিষ্ট দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে এসেছেন মহম্মদ সিরাজ।

শুক্রবার অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি চলতি টি-টোয়েন্টি সিরিজে বুমরাহর পরিবর্ত হিসেবে সিরাজের নাম ঘোষণা করে। সেইসঙ্গে তারা বুমরাহের চোট সম্পর্কে আপডেটও দিয়েছে। তিনি বর্তমানে মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। ব্যাঙ্গালুরুতে বুমরাহর পিঠের নীচের অংশে স্ক্যান হবে। সেই রিপোর্টের ভিত্তিতে ন্যাশনাল ক্রিকেট একাডেমীর মেডিক্যাল টিম সিদ্ধান্ত নেবেন বুমরাহ টি ২০ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা।

বৃহস্পতিবার সংবাদসংস্থা পিটিআই জানায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহ। এরপরেই শোরগোল পড়ে যায়। অবশ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টসের কয়েক মিনিট আগেই জানা যায় বুমরাহর চোটের কথা। বিসিসিআই ট্যুইট করে জানিয়েছিল, "মঙ্গলবার ভারতের অনুশীলন সেশনে জসপ্রীত বুমরাহ পিঠে ব্যথা অনুভব করেছিলেন। বিসিসিআই মেডিক্যাল টিম তাকে মূল্যায়ন করেছে। তিনি প্রথম টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন।"

পিঠের চোটের কারণে এশিয়া কাপে অংশ নিতে পারেননি বুমরাহ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টিতে খেললেও তাঁকে সেরা ছন্দে দেখা যায়নি। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই ফের ব্যথা অনুভব করেন। এখন তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটা একপ্রকার অনিশ্চিত।

মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ
Indian Super League 2022: অতীত ভুলে জয়ের লক্ষ্যে আইএসএলে ঘুঁটি সাজাচ্ছে এটিকে মোহনবাগান
মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ
Indian Super League 2022: ১০ অক্টোবর প্রথম ম্যাচ ATK-র, দেখুন মেরিনার্সদের পূর্ণাঙ্গ সূচী ও স্কোয়াড

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in