Indian Super League 2022: অতীত ভুলে জয়ের লক্ষ্যে আইএসএলে ঘুঁটি সাজাচ্ছে এটিকে মোহনবাগান

বিশেষজ্ঞদের মতে, আইএসএল জয়ের জন্যই হুয়ান ফেরান্দো এই দল গঠন করেছেন। আশিস রাই ও আশিক কুরুনিয়ান বাগানে যোগদান করায় সেই সম্ভাবনা আরও বেড়ে গেছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী
Published on

আইএসএলে অতীতের স্মৃতি ভুলে জয়ের লক্ষ্যে নামছে এটিকে মোহনবাগান। ক্লাব কর্তৃপক্ষ ও প্রত্যেক খেলোয়াড় কার্যত চ্যালেঞ্জ নিয়েছে ট্রফি জেতার জন্য।

২০২০-২১ মরুশুমে লীগ টেবিলে ২ নম্বরে থেকে রানার্স আপ হয় সবুজ-মেরুন শিবির। আইএসএল, ২০২১-২২ মরুশুমে সেমিফাইনালেই শেষ হয় প্রীতম কোটালদের যাত্রা। অতীতের ভুল-ত্রুটি সংশোধন করে শক্তিশালী দল নিয়েই নামছে এটিকে মোহনবাগান। তবে অনেকে মনে করছেন সবুজ-মেরুন আক্রমণ ভাগের দুই ফলা রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামকে ছেড়ে বড় ভুল করেছে। অন্যদিকে রক্ষণভাগে তিরি সম্পূর্ণ সুস্থ না থাকলেও ফ্লোরেন্তিন পোগবার ফর্মের জন্য নিশ্চিন্ত বাগান কোচ।

বিশেষজ্ঞদের মতে, আইএসএল জয়ের জন্যই হুয়ান ফেরান্দো এই দল গঠন করেছেন। আশিস রাই ও আশিক কুরুনিয়ান বাগানে যোগদান করায় সেই সম্ভাবনা আরও বেড়ে গেছে। দু’জনের পারফরম্যান্সের ফলে বাগানের আক্রমণভাগে দারুণ পরিবর্তন এসেছে। কোচের পরিকল্পনা যদি মাঠে বাস্তবায়িত করতে পারেন খেলয়াড়েরা তাহলে এটিকে মোহনবাগানকে আটকানো মুশকিল হয়ে যাবে।

বিশেষজ্ঞরা আরও বলেন, দলে লিস্টন কোলাসো, জনি কাউকো ও হুগো বুমোসকেও নজরে রাখতে হবে। জনি উন্নতি করছেন, শুধু দরকার ধারাবাহিকতা। এই বিষয়ে কোচকে আরও বেশি করে নজর দিতে হবে।

উল্লেখ্য, এবারের আইএসএলে ১০ অক্টোবর ঘরের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে খেলতে নামবে বাগান। ১৬ তারিখ খেলবে কেরালার বিরুদ্ধে। ২৯ তারিখে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।

এছাড়াও অন্যান্য ম্যাচের তালিকা দেখে নেওয়া যাক। নভেম্বর ৬ - মুম্বই সিটি এফসি, নভেম্বর ১০ - নর্থইস্ট ইউনাইটেড, নভেম্বর ২০ - এফসি গোয়া, নভেম্বর ২৬ - হায়দ্রাবাদ এফসি, ডিসেম্বর ৩ - বেঙ্গালুরু এফসি, ডিসেম্বর ৮ - জামশেদপুর এফসি, ডিসেম্বর ১৫ - ওড়িশা এফসি, ডিসেম্বর ২৪ - নর্থইস্ট, ডিসেম্বর ২৮ - গোয়া, জানুয়ারি ১৪ - মুম্বই, জানুয়ারি ২১ - চেন্নাইয়ান, জানুয়ারি ২৮ - ওড়িশা, ফেব্রুয়ারি ৫ - বেঙ্গালুরু এফসি, ফেব্রুয়ারি ৯ - জামশেদপুর, ফেব্রুয়ারি ১৪- হায়দরাবাদ, ফেব্রুয়ারি ১৮ - কেরালা ব্লাস্টার্স, ফেব্রুয়ারি ২৫ - ইস্টবেঙ্গল এফসি।   

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in