
আগামী শনিবার কল্যাণীতে কলকাতা লিগের ডার্বি ম্যাচ। এই ম্যাচে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইএফএ-কে মহিলা দর্শকদের মাঠে আনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তার ফলে অবাঞ্ছিত হিংসা কম হবে বলে তাঁর মত। ডিজির পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিয়েছে আইএফএ।
মহিলা দর্শকদের মাঠে আসার জন্য উৎসাহিত করতে ডার্বি ম্যাচে মহিলা দর্শকদের জন্য ১৫০ টাকা মূল্যের টিকিটে ছাড় দিয়ে ১০০ টাকা করেছে আইএফএ। এর ফলে মহিলা দর্শকরা আরও বেশি সংখ্যায় মাঠে আসার জন্য উৎসাহিত হবেন বলে আশা আইএফএর। ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে ফ্যানজোন থেকে শুরু করে খাবার স্টল সব ব্যবস্থাই রাখবে আইএফএ।
যদিও যুবভারতীতে ডার্বি না হওয়া নিয়ে কটাক্ষ করেছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। তিনি বলেন, 'টাকা বাঁচানোর কথা ভেবে আইএফএ যুবভারতীতে ডার্বি করছে না। এত বছর পর নিশ্চয়ই আইএফএ–কে ডার্বির গুরুত্ব বোঝানোর প্রয়োজন নেই'।
মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত জানান, 'আমরা আইএসএলের ম্যাচে ক্ষতি হবে জেনেও যুবভারতীতে করি। অনেক ম্যাচে মাঠ ভরে না। সবসময় লাভ দেখলে চলে না।'
উত্তরে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 'দুই প্রধানই জুনিয়র দল খেলায়। গতবার যুবভারতীতে করা হয়েছিল। কিন্তু দেখা যায় ১০ হাজার লোক হচ্ছে। যুবভারতীতে করা হলে অতিরিক্ত খরচ, একইসঙ্গে ৬৬ হাজার সিটের যুবভারতীতে ১০ হাজার দর্শক দেখতেও ভালো লাগে না। আর কিশোরভারতী স্টেডিয়াম জনবসতিপূর্ণ জায়গায়, সেখানে ডার্বির মত ম্যাচ করার জন্য অনুমতি দেয়নি পুলিশ। কল্যাণীর যা ক্যাপাসিটি সবদিকে ঠিক আছে। ইস্টবেঙ্গল আর মোহনবাগান সমর্থকদের আলাদা গ্যালারি করা হবে। আর মোহনবাগানের মনে রাখা ভালো কয়েকবছর আগেও তারা আই লিগের ম্যাচ কল্যাণীতেই খেলত।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন