CFL: সতর্ক IFA, লিগের আগে অ‍্যাম্বুলেন্সের ব্যবস্থা রাজ্য ফুটবল সংস্থার

গতবার কৃষ্ণনগরে দেব্যজ্যোতি ঘোষের মাঠেই হৃদরোগে মৃত্যু হয়। চিকিৎসার কোনো ব্যবস্থাই ছিল না মাঠে। ফলে লিগের আগে সতর্ক আইএফএ।
অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন IFA কর্তারা
অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন IFA কর্তারাছবি - সংগৃহীত
Published on

আগামী মরসুমে ফুটবলারদের দ্রুত চিকিৎসার জন্য অভিনব ব্যবস্থা নিল আইএফএ। শীততাপ নিয়ন্ত্রিত অ‍্যাম্বুলেন্স কেনার পাশাপাশি মেডিকেল সাপোর্ট সিস্টেম ঢেলে সাজাতে উদ‍্যোগ নিয়েছে আইএফএ।

কলকাতা ফুটবল লিগের সূচনা লগ্নে নতুন অ্যাম্বুলেন্স কিনল রাজ্য ফুটবল সংস্থা। শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সটি ফিতে কেটে উদ্বোধন করেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত। উপস্থিত ছিলেন আইএফএ কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার ও সহসচিব সুফল রঞ্জন গিরি।

নতুন অ্যাম্বুলেন্সটি কেনার ফলে আসন্ন লিগে চোট আঘাত প্রাপ্ত খেলোয়াড়দের দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদান আরও সহজ হবে। গতবার কৃষ্ণনগরে দেব্যজ্যোতি ঘোষের মাঠেই হৃদরোগে মৃত্যু হয়। চিকিৎসার কোনো ব্যবস্থাই ছিল না মাঠে। ফলে লিগের আগে সতর্ক আইএফএ।

কলকাতা লিগের দুটি গ্রুপ –

গ্রুপ 'এ' – মোহনবাগান, মহামেডান, ডায়মন্ড হারবার, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্র ও সিএফসি। গ্রুপ বি – ইস্টবেঙ্গল, ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ।

অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন IFA কর্তারা
CFL: রেনবোর হয়ে কলকাতা লিগে নামবেন ‘বাজপাখি’ শিল্টন
অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন IFA কর্তারা
CFL: লিগের প্রস্তুতি কেমন? কী জানালেন বাগানের তরুণ ব্রিগেড?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in