CFL: লিগের প্রস্তুতি কেমন? কী জানালেন বাগানের তরুণ ব্রিগেড?

সুমিত রাঠি বলেন, সিনিয়র টিমে আমি এখনও নিয়মিত নই। ম্যাচ খেলার সুযোগ কমই পেয়েছি। আরও বেশি সময় প্রথম একাদশে নিজের জায়গা পাকা করার জন্য কলকাতা লিগকে বেছে নিয়েছি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

কলকাতা লিগে নামার জন্য মুখিয়ে রয়েছে মোহনবাগানের তরুণ ব্রিগেড। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বাস্তব রায়ের কোচিংয়ে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগানের ইয়ুথ ফুটবল দল।

গত মরসুমের সিনিয়র টিমের রিজার্ভ বেঞ্চের সাত তরুণ ফুটবলারকে রাখা হয়েছে দলে। যাঁদের মধ্যে রয়েছেন সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, অভিষেক সূর্যবংশী, রবিবাহাদুর রানা, এনসন সিং, লালরিনলিয়ানা হামতে ও আর্শ আনোয়ার শেখ। অনূর্ধ্ব ২০ দল ইন্ডিয়ান অ্যারোজ থেকে আছেন সুহেল আমেদ ভাট, রাজ বাশফোর, ব্রিজেস গিরিষ, টাইসন সিং, আমনদীপ, জাহিদ বুখারি এবং শিবাজিত সিং। মোট ১২ জন বাংলার ছেলে নিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করতে চলেছে গঙ্গাপাড়ের ক্লাব।

মঙ্গলবার সুমিত রাঠি বলেন, "সিনিয়র টিমে আমি এখনও নিয়মিত নই। ম্যাচ খেলার সুযোগ কমই পেয়েছি। আরও বেশি সময় প্রথম একাদশে নিজের জায়গা পাকা করার জন্য কলকাতা লিগকে বেছে নিয়েছি। নিজের সেরাটা দিতে চাই। যাতে সিনিয়র টিমের কোচ আমার উপর আরও আস্থা রাখতে পারেন। এটা আমাদের মতো তরুণ ফুটবলারদের কাছে নতুন চ্যালেঞ্জ।"

ফারদিন জানান, "সিনিয়র টিমে অনেকদিন খেলছি। এএফসি কাপে গতবার গোলও পেয়েছি। কিন্তু দলে নিয়মিত জায়গা পাকা করতে পারিনি এখনও। সেটা করতে গেলে কলকাতা লিগে আমাকে নিজের সেরাটা দিতেই হবে। কলকাতা লিগে এর আগেও খেলেছি। দু'বছরে ১৬টা গোলও করেছি। কিন্তু এবার খেলব প্রিমিয়ার ডিভিশনে। ফলে চ্যালেঞ্জটা অন্যরকম।"

সুহেল আহমেদ ভাট জানালেন, 'আমি কাশ্মীরের ছেলে। মোহনবাগানের খেলা দেখেই সবুজ মেরুন জার্সিতে খেলার স্বপ্ন দেখতাম। নেক্সট জেন কাপে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেছি। তাতে আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে। আমার প্রথম লক্ষ্য কলকাতা লিগে খেলে প্রতিষ্ঠা পাওয়া এবং সিনিয়র দলের কোচ হুয়ান ফেরান্দোর নজরে পড়া। অনুশীলনে প্রচুর পরিশ্রম করছি। গোল করে দলকে জেতানো ছাড়া কিছু ভাবছি না।' সবমিলিয়ে লিগে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম বাগান।

প্রতীকী ছবি
ইস্টবেঙ্গলের এই ফুটবলারকে টার্গেট চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in