'ভারত যদি পাকিস্তানে না খেলে তবে...', জয় শাহকে হুঁশিয়ারি পিসিবি চেয়ারম্যানের

নাজাম শেঠি বৈঠকে শাহকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, ভারত যদি সেপ্টেম্বরের ইভেন্ট থেকে সরে আসে, তবে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না।
নাজাম শেঠি ও জয় শাহ
নাজাম শেঠি ও জয় শাহগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

২০২৩ সালের এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মধ্যে শুরু হয়ে যায় বিবাদ। বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ সাফ জানিয়েছেন, এশিয়া কাপের জন্য ভারত পাক সফর করবেনা।

দুই ক্রিকেট বোর্ডের মধ্যে বিষয়গুলি উত্তপ্ত হয়ে ওঠে যখন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বিসিসিআইকে সতর্ক করে বলেছিলেন, যে তাদের সিদ্ধান্তের গুরুতর পরিণতি হতে পারে। কারণ পাকিস্তানও ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপ প্রত্যাহার করতে পারে। এখন পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির গলাতেও সেই একই সুর।

শনিবার, বিসিসিআই সচিব শাহ এবং পিসিবি চেয়ারম্যান শেঠি বিষয়টি নিয়ে আলোচনার জন্য বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে আলোচনা করেন। ইভেন্টের ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও, জানা গেছে যে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) গত বছরের মতোই টুর্নামেন্টটি আয়োজন করবে।

পাকিস্তানের একাধিক প্রতিবেদন এবং ক্রিকেট পাকিস্তান, দ্য নিউজ, ইএসপিএন ক্রিকইনফো এবং জিও টিভি সহ আন্তর্জাতিক মিডিয়া আউটলেট অনুসারে, এসিসি-র এমন সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। নাজাম শেঠি বৈঠকে শাহকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, ভারত যদি সেপ্টেম্বরের ইভেন্ট থেকে সরে আসে, তবে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। মার্চ মাসে আইসিসি এবং এসিসির নির্বাহী বোর্ডের একের পর এক বৈঠকে ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে নাজাম শেঠির এই অবস্থান জয় শাহকে কার্যত অবাক করে দিয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, "শেঠির অবস্থান জয় শাহকে অবাক করে দিয়েছিল কারণ তিনি এটি আশা করেননি।"

নাজাম শেঠি ও জয় শাহ
LaLiga: রিয়ালের হারের রাতে বড় জয় বার্সার, মদ্রিচদের থেকে ৮ পয়েন্ট এগিয়ে লেভনডস্কিরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in