LaLiga: রিয়ালের হারের রাতে বড় জয় বার্সার, মদ্রিচদের থেকে ৮ পয়েন্ট এগিয়ে লেভনডস্কিরা

ক্যাম্প ন্যূ'তে গতরাতে দুর্দান্ত ফুটবল উপহার দিল বার্সেলোনা। সেভিয়াকে তারা হারিয়েছে ৩-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিলেন বার্সা খেলোয়াড়রা।
রিয়েল মাদ্রিদের হারের রাতে বড় জয় বার্সার
রিয়েল মাদ্রিদের হারের রাতে বড় জয় বার্সারছবি - সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় আবারও পরাজয়ের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার হারলো মায়োর্কার বিপক্ষে। অন্যদিকে সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। যার ফলে শিরোপা জয়ের লড়াইয়ে রিয়ালের থেকে ৮ পয়েন্ট এগিয়ে গেল জাভি হার্নান্দেজের দল।

গতরাতে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। পালমাতে ম্যাচ শুরুর ১৩ মিনিটেই স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সমতা ফিরে পাওয়ার সহজ সুযোগ এসেছিল লস ব্ল্যাঙ্কোসদের কাছে। কিন্তু পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলো না কার্লো আনচেলত্তির দল। স্পট কিক মিস করেন মার্কো অ্যাসেনসিও। যার ফলে মায়োর্কার বিপক্ষে তিন পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় রদ্রিগো, ভিনিসিয়াসদের।

ক্যাম্প ন্যূ'তে গতরাতে দুর্দান্ত ফুটবল উপহার দিল বার্সেলোনা। সেভিয়াকে তারা হারিয়েছে ৩-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিলেন বার্সা খেলোয়াড়রা। ম্যাচের ৫৮ মিনিটে ফ্র্যাঙ্ক কেইসিয়ের পাস থেকে প্রথম গোলটি করেন জর্ডি আলবা। ব্যবধান দ্বিগুণ করতেট বেশি সময় লাগেনি কাতালান জায়ান্টদের। ৭০ মিনিটে রাফিনহার বাড়ানো ক্রস থেকে গোল করেন গাভি। ৭৯ মিনিটে আলাবার পাস থেকে সেভিয়ার জালে তৃতীয় গোলটি জড়ান ব্রাজিলিয়ান রাফিনহা।

লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনা রয়েছে শীর্ষে। ২০ ম্যাচের শেষে ৫৩ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২০ ম্যাচে ৪৫। খেতাব জয়ের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বার্সেলোনা। তবে বার্সা কোচ জাভি হার্নান্দেজ এখনই কোনো উচ্ছ্বাস প্রকাশ করছেন না। তিনি তাঁর খেলোয়াড়দের মাদ্রিদের সম্ভাব্য প্রত্যাবর্তনের দরজা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

জাভি বলেন, "তারা (রিয়াল মাদ্রিদ) এখনও ফেভারিট কারণ তারাই বর্তমান লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লীগের চ্যাম্পিয়ন। আমি জানি যে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত প্রতিযোগিতা চালিয়ে যাবে। অনেক ঐতিহাসিক প্রত্যাবর্তন হয়েছে তাদের, এবার আমরা তা হতে দিতে পারি না।"

রিয়েল মাদ্রিদের হারের রাতে বড় জয় বার্সার
Davis Cup: ডেনমার্কের কাছে ৩-২ ব্যবধানে হার, প্রথমবার ওয়ার্ল্ড গ্রুপ ২-এ অবনমিত হল ভারত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in