ডেনমার্কের কাছে ৩-২ ব্যবধানে হার ভারতের
ডেনমার্কের কাছে ৩-২ ব্যবধানে হার ভারতেরছবি সংগৃহীত

Davis Cup: ডেনমার্কের কাছে ৩-২ ব্যবধানে হার, প্রথমবার ওয়ার্ল্ড গ্রুপ ২-এ অবনমিত হল ভারত

হোলগার রুনের নেতৃত্বাধীন ডেনিশ দলের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় তারকারা। সুমিত নাগাল এবং প্রজনেশ গুনশ্বেরণ দুটি জয় তুলে নিলেও বাকিরা সম্পূর্ণ ব্যর্থ হন।

ডেভিস কাপের গ্রুপ ওয়ানের প্লে অফ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারলো ভারত। যার ফলে প্রথমবার ওয়ার্ল্ড গ্রুপ -টু'তে অবনমিত হয়ে গেল ভারত। হোলগার রুনের নেতৃত্বাধীন ডেনিশ দলের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় তারকারা। সুমিত নাগাল এবং প্রজনেশ গুনশ্বেরণ দুটি জয় তুলে নিলেও বাকিরা সম্পূর্ণ ব্যর্থ হন।

শুক্রবার উদ্বোধনী ম্যাচে জুকি ভামব্রি হেরেছিলেন হোলগার রুনের কাছে। পরের ম্যাচে অগাস্ট হোলমগ্রেনকে হারিয়ে ভারতকে সমতা এনে দিয়েছিলেন সুমিত নাগাল। প্রায় আড়াই ঘন্টার লড়াইয়ে ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে জেতেন তিনি। তবে শনিবার আর দাঁড়াতেই পারলো না ভারত।

হোলগার রুন এবং জোহানেস ইংলিডসেনের কাছে মাত্র ৬৫ মিনিটেই পরাজয় মেনে নেয় ভারতের জুকি ভামব্রি এবং রোহান বোপান্নার জুটি। ৬-২, ৬-৪ ব্যবধানে স্ট্রেট সেটে জয় তুলেন ডেনিশ জুটি। গ্রুপ-ওয়ানে থাকার জন্য ভারতকে এরপর দুটি রিভার্স সিঙ্গলসেই জয় তুলে নিতে হতো। কিন্তু চতুর্থ ম্যাচেই ভারত লড়াই থেকে ছিটকে যায়।

ডাবলসের ক্লান্তিকে দূরে সরিয়ে বিশ্বের ৯ নম্বর তারকা হোলগার রুন ভারতের সুমিত নাগালকে হারান স্ট্রেট সেটে। ১ ঘন্টা ৩৭ মিনিটের লড়াইয়ে হোলগারের বিরুদ্ধে ৫-৭, ৩-৬ ব্যবধানে হারেন সুমিত। নাগালের এই পরাজয়ই ডেনমার্ককে ১-৩-এর অপ্রতিরোধ্য লিড এনে দেয় এবং ভারতকে বিশ্ব গ্রুপ-টু 'তে নামিয়ে দেয়।

শেষ ম্যাচে এলমার মোলারের বিরুদ্ধে প্রজনেশ গুনশ্বেরণ জয় তুলে নিলেও ডেভিস কাপ থেকে ছিটকে যায় ভারত। ১ ঘন্টা ৩৯ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৭-৬(১) ফলাফলে জেতেন প্রজনেশ।

ডেনমার্কের কাছে ৩-২ ব্যবধানে হার ভারতের
পি টি ঊষার অ্যাকাডেমিতে বেআইনি নির্মাণ! মুখ্যমন্ত্রী বিজয়নের হস্তক্ষেপ দাবি ক্রীড়াবিদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in