পি টি ঊষার অ্যাকাডেমিতে বেআইনি নির্মাণ! মুখ্যমন্ত্রী বিজয়নের হস্তক্ষেপ দাবি ক্রীড়াবিদের

পি টি ঊষা অভিযোগ করছেন, কোঝিকোড়ের কাছে বালুসেরিতে তাঁর একটি অ্যাথলেটিক্স স্কুল রয়েছে। প্রায় ৩০ একর জমির ওপর। সেই স্কুলটাই দখল করা হয়েছে।
পি টি ঊষা
পি টি ঊষাছবি - সংগৃহীত

নিজের অ্যাথলেটিক্স স্কুল দখলের অভিযোগ আনলেন কিংবদন্তি ক্রীড়াবিদ তথা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা। একাদেমি বাঁচাতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাহায্য প্রার্থনা করলেন তিনি। তাঁর এই অভিযোগে পরেই চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে।

পি টি ঊষা অভিযোগ করছেন, কেরালার কোঝিকোড়ের কাছে বালুসেরিতে তাঁর একটি অ্যাথলেটিক্স স্কুল রয়েছে। প্রায় ৩০ একর জমির ওপর। সেই স্কুল দখল করে সেখানে বেআইনি নির্মাণ করা হচ্ছে। এই স্কুলে একাধিক মেয়ে থাকে বলে জানিয়েছেন ক্রীড়াবিদ।

অ্যাথলেটিক্স শনিবার সাংবাদিক সম্মেলন করে বলেন, "আমাদেরকে স্কুল বানানোর জন্য যে সম্পত্তি দেওয়া হয়েছিল সেখানে কিছু বেআইনি নির্মাণ শুরু হয়েছে। জমিটি লিজে দিয়েছিল কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (KSIDC)। আমি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে এই নিয়ে একটি অভিযোগ দায়ের করেছি। ওনার সাহায্য প্রার্থনা করেছি। মেয়েরা থাকায় আমাদের খুব সতর্ক থাকতে হবে। তাদের নিরাপত্তার দিকটাও আমাদেরকে ভাবতে হবে"।

কিংবদন্তি ক্রীড়াবিদ আরও বলেন, "এর আগে স্থানীয় সরকারি অফিসাররা নির্মাণ বন্ধ করতে গিয়েছিলেন।কিন্তু তাঁদের হুমকি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পরে সেই নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে। আমার মনে হয় সংসদের উচ্চকক্ষে অর্থাৎ রাজ্যসভায় মনোনীত সদস্য হওয়ার পরে আমার ওপর হয়তো ক্ষোভ বেড়ে গেছে ওই বহিরাগতদের। তাই এই ধরণের কাজ করছে। আমি আশা করি KSIDC এবং মুখ্যমন্ত্রী সহ সমস্ত স্টেকহোল্ডার হস্তক্ষেপ করবেন এবং নিশ্চিত করবেন যে অ্যাথলেটিক্স স্কুলে এই ধরণের দখল আর হবে না।" সবসময়ই কোনও না কোনও সমস্যা ছিল এবং সাম্প্রতিক সময়ে তা আরও বেড়েছে বলে অভিযোগ ঊষার।

২০০২ সালে ঊষা স্কুল অফ অ্যাথলেটিক্স প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য হল ভারতীয় অ্যাথলিটদের পদক জয়ের জন্য প্রশিক্ষণ দেওয়া। বর্তমানে সারা ভারতের হাজার হাজার ছেলে মেয়ে এই স্কুলে প্রশিক্ষণ নিচ্ছে।

পি টি ঊষা
Davis Cup 2023: জুকির হারের পর ভারতের আশা বাঁচিয়ে রাখলেন সুমিত নাগাল
পি টি ঊষা
ডোপিং-এর দায়ে কড়া শাস্তি, ২১ মাস নির্বাসিত ভারতের তারকা জিমন্যাস্ট!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in